সেখ রিয়াজউদ্দিন, বীরভূম: বুধবার জাতীয় চিকিৎসক দিবসে বোলপুরে রোটারী ভবনে ১৪ জন চিকিৎসককে সংবর্ধনা জানানো হয়। একই সঙ্গে প্রয়াত চিকিৎসকদের স্মরণে এক প্রতীকি রক্তদানও করা হয়। উপস্থিত ছিলেন বিশ্বভারতীর প্রাক্তন ভারপ্রাপ্ত উপাচার্য সবুজ কলি সেন, বোলপুর পৌরসভার মুখ্য প্রশাসক পর্না ঘোষ, বীরভূম ভলেনটারি ব্লাড ডোর্নাস এ্যসোসিয়েশনের সম্পাদক সমাজকর্মী নুরুল হক সহ অনান্য বিশিষ্টজনেরা। এদিন বোলপুর রোটারী ভবনে ডা. সুমন নাগ রক্তদান করেন।
সিউড়ীর উপহার নামক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে করোনা আবহে গ্রামে গ্রামে ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্রে ক্যাম্প করছেন সেই চিকিৎসক চক্ষু বিশেষঞ্জ সৌভিক দে, স্নায়ু ও মনোরোগ বিশেষঞ্জ জিষ্ণু ভট্টাচার্য, শিশু বিশেষঞ্জ প্রিয়ন্ত সরখেল সহ অনান্য চিকিৎসকদের সংবর্ধনা জানানো হয়। এদিন উপস্থিত ছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ হিমাদ্রী আঁড়ি সহ অনান্যরা। অন্যদিকে দুবরাজপুরে প্রচেষ্টা নামে একটি সংগঠন সহ দুবরাজপুর থানার পুলিশের পক্ষ থেকে চিকিৎসকদের সংবর্ধনা জানানো হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct