আপনজন: সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকার স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রদান করার ঘোষণা করেছে। স্টুডেন্টস ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়া, পশ্চিমবঙ্গ শাখা পড়ুয়াদের স্বার্থে রাজ্য সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানায়, তবে তা সম্পূর্ণ সুদ মুক্ত করার দাবি করে। সংগঠনের রাজ্য সভাপতি সাবির আহমেদ এক বিবৃতিতে এই উদ্যোগকে স্বাগতম জানিয়ে সুদের বিনিময়ে ঋণ প্রদানের সমালোচনা করেছেন। তিনি বলেন, “উচ্চশিক্ষার জন্য ঋণ প্রদানের ভাবনা খুবই প্রশংসনীয়। তবে সুদের বিনিময়ে হলে তা গ্রহণযোগ্য নয়।” উল্লেখ্য যে, রাজ্য সরকারের পক্ষ থেকে ৪ শতাংশ হারে সুদের বিনিময়ে সর্বাধিক ১০ লক্ষ টাকা ঋণ প্রদানের প্রক্রিয়া ৩০শে জুন থেকে শুরু করার কথা বলা হয়েছে। সংগঠন পড়ুয়াদেরকে সুদের বিনিময়ে ঋণ প্রদানের বিরোধিতা করেছে। সাবির আহমেদ বলেন, “আমরা সুদের বিনিময়ে ঋণ দেওয়ার সম্পূর্ণ বিরোধী। এই প্রকল্পকে সুদ মুক্ত করা হোক।”
তিনি আরও বলেন যে, পড়ুয়ারা উচ্চশিক্ষার জন্য অর্থের অভাবে নিরূপায় হয়ে ঋণ গ্রহণ করবে, কিন্তু সেই ঋণের উপর সুদের বোঝা চাপিয়ে দেওয়া আগামীতে শোষণেরই নামান্তর হয়ে দাঁড়াবে। সেই সঙ্গে ব্যাঙ্কের মাধ্যমে ঋণ গ্রহণ বা পরিশোধ করতে গিয়ে পড়ুয়ারা সমস্যার সম্মুখীন হবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। সাবির আহমেদ রাজ্য সরকারের কাছে সুদ মুক্ত ঋণ প্রদান করতে এবং ঋণ পরিশোধের ক্ষেত্রে পড়ুয়াদের যাতে অসুবিধায় না পড়তে হয় তার উপর নজর দিতে আহবান জানান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct