দেবাশিস পাল, মালদা: বৃহস্পতিবার থেকে থেকে রাজ্য জুড়ে শুরু হল বাস চলাচল। ফলে মালদা জেলার বিভিন্ন এলাকার মানুষেরা দূর দূরান্তে যেতে পারবে। তবে স্বাস্থ্যবিধি মেনে। জানা যায় ৫০ শতাংশ যাত্রী নিয়ে মালদার চাঁচলে বৃহস্পতিবার থেকে চারটি রুটের বাস পরিষেবা চালু হল। স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশিকা মেনে বৃহস্পতিবার ভোরে মালদা শহর ও চাঁচলের সরকারি বাস ডিপো থেকে কলকাতা, মালদা, রায়গঞ্জ ও বালুরঘাট ডিপোর বাস রাস্তায় নামে বলে খবর।
উল্লেখ্য, মাস দেড়েক আগে করোনার দ্বিতীয় ঢেউয়ের বাড়বাড়ন্তের ফলে লকডাউন এর পথে হাঁটে রাজ্য সরকার। বন্ধ রাখা হয় গণপরিবহন ব্যবস্থা। সমস্যায় পড়ে বাস-ট্যাক্সি ও অটো থেকে শুরু করে অন্যান্য যানবাহন চালক ও নিত্যযাত্রীরা। সংক্রমন কিছুটা কমতেই রাজ্য সরকারের বিধিনিষেধে কিছুটা ছাড় দিতেই স্বাভাবিক ছন্দে ফিরছে পরিবহন ব্যবস্থা।
১ লা জুলাই থেকে চালু হলো সরকারি এবং বেসরকারি বাস পরিষেবা। গোটা রাজ্যের পাশাপাশি মালদার গৌড় কন্যা বাস টার্মিনাস ও চাঁচলে সরকারি বাস পরিষেবা চালু হয়। ৫০% যাত্রী নিয়ে স্বাস্থ্যবিধি মেনে পথে নামেন চালকেরা। সরকারি বাস ডিপো থেকে রুটের বাস যথা কলকাতা,রায়গঞ্জ ও বালুরঘাট। সকাল থেকেই সীমিত যাত্রী নিয়ে বাস চলাচল করতে দেখা গিয়েছে। গণপরিবহন বন্ধ থাকায় অনেকেই মোটরসাইকেল নিয়ে কাজের সুবাদে যাতায়াত করেছেন অবশেষে বাস চালুতে সবাই খুশি।
উত্তরবঙ্গ পরিবহন দপ্তরের চাঁচল ডিপোর পরিবহন আধিকারিক প্রদীপ পান্ডে জানিয়েছেন,সরকারি নির্দেশিকা মেনে চাঁচল থেকে চারটি রুটের বাস পরিষেবা চালু হলো।সীমিত যাত্রী নিয়ে বাস চলাচল করবে। সকল যাত্রী মাস্ক পড়ে স্বাস্থ্যবিধি মেনে বাসে চড়ছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct