আপনজন ডেস্ক: চলতি বছরে ভারতের সব প্রাপ্তবয়স্ক করোনা টিকা পেয়ে যাবে বলে জানাল কেন্দ্র। সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে এ কথা জানিয়ে দিয়েছে নরেন্দ্র মোদীর সরকার। শীর্ষ আদালতে মোদি সরকার জানিয়েছে, করোনা প্রতিষেধক উৎপাদনকারী পাঁচটি সংস্থার সঙ্গে তাদের কথা চলছে। সেখান থেকে ১৮৮ কোটি টিকা মিলবে। যদিও এখনও পর্যন্ত দেশে মোট প্রাপ্তবয়স্ক জনসংখ্যার ৫.৬ শতাংশ টিকা পেয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। হলফনামায় আরও উল্লেখ করা হয়েছে, গত ২৫ জুন পর্যন্ত দেশে ৩১ কোটি প্রতিষেধক ব্যবহৃত হয়েছে। গত ১৬ জানুয়ারি থেকে ভারতে টিকাকরণ প্রক্রিয়া শুরু হয়েছে। গত ২১ জুন থেকে শুরু হয়েছে গণটিকাকরণ কর্মসূচি। এই পরিস্থিতিতে কোন পথে টিকাকরণ প্রক্রিয়া এগোচ্ছে তা জানতে চেয়েছিল শীর্ষ আদালত। হলফনামা দিয়ে কেন্দ্র বলেছে, দেশে প্রাপ্তবয়স্কদের সংখ্যা ৯৪ কোটি। তাঁদের টিকাকরণের আওতায় নিয়ে আসতে ১৮৬ কোটি থেকে ১৮৮ কোটি প্রতিষেধক লাগবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct