আপনজন ডেস্ক: এবার থেকে রক্তপরীক্ষা করেই ৫০ রকমের ক্যানসারের পূর্বাভাস দেওয়া সম্ভব হবে। আর সেটা করা যাবে মানবশরীরে ঐ রোগ বাসা বাঁধার প্রায় সঙ্গে সঙ্গেই। অভিনব এই রোগনির্ণয় পদ্ধতির কার্যকারিতা বুঝতে ইংল্যান্ডে বড় মাপের ক্লিনিক্যাল ট্রায়ালে নামছে ‘ন্যাশনাল হেলথ সার্ভিস'।তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, ইংল্যান্ডে সেই ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হবে আগস্টের মাঝামাঝি। ক্যানসারের ঝুঁকি থাকতে পারে বলে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে, এমন ৫০ বছর ও তার ঊর্ধ্বে ব্যক্তিদের ওপর চালানো হবে এই ক্লিনিক্যাল ট্রায়াল। মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সংস্থা ‘গ্রেল’-এর বানানো এই অভিনব রক্তপরীক্ষা পদ্ধতির কার্যকারিতা পরখ করতে ইতিমধ্যেই কয়েক দফায় ক্লিনিক্যাল ট্রায়াল চালানো হয়েছে যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্যে। তাতে ভালো সাড়া মিলেছে বলেই ইংল্যান্ডে এই ট্রায়াল শুরু হচ্ছে বলে জানিয়েছে এনএইচএস।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct