আপনজন ডেস্ক: দেশের অতিমারী পরিস্থিতি নিয়ন্ত্রণে কেন্দ্রের মোদী সরকারের সার্বিক ব্যর্থতার বিভিন্ন দিক তুলে ধরে ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া বিগত এক মাস যাবৎ সারা দেশব্যাপী ‘করোনায় হল দেশ ছারখার, গদি ছাড়ো মোদী সরকার’ শীর্ষক যে অনলাইন প্রচার অভিযান পরিচালনা করে আসছিল তার শেষ পর্বে এসে গতকালকের ওয়েবিনার থেকে পার্টির পশ্চিমবঙ্গ শাখার নেতৃত্ববৃন্দ মোদী সরকারকে আবারও তীব্র ভাষায় নিন্দা জানায়। এদিনের ওয়েবিনারের আলোচ্য বিষয় ছিল, ‘মতবিরোধ দমন, সমালোচনার কণ্ঠরোধ, নাকি জাতীয় জরুরি স্বাস্থ্য অবস্থার মোকাবিলা?’ । এ বিষয়ের উপর প্ৰথম বক্তব্য রাখতে গিয়ে পার্টির পশ্চিমবঙ্গ শাখার রাজ্য সহ-সভাপতি জনাব মীর্জা নুরুল হাসান সাহেব কেন্দ্রের মোদী সরকারের সমালোচনা করে বলেন, অতিমারীর সংকটের মধ্যে দেশের সাধারণ মানুষের স্বার্থে যেখানে সরকারের উচিত ছিল সুলভে অক্সিজেনের যোগান দেওয়া বা করোনা মোকাবিলার উপকরণ হিসাবে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ইত্যাদির উপর থেকে করের বোঝা তুলে নেওয়া। তা না করে সরকার উল্টে এর উপর অতিরিক্ত ট্যাক্স চাপিয়েছে এবং করোনা আক্রান্ত প্রিয়জনদের শেষকৃত্যের কাজও এতো ব্যয়বহুল হয়ে উঠেছে যে সাধারণ মানুষ প্রিয়জনের লাশ নদীর জলে ভাসিয়ে দিতে বাধ্য করেছে। সন্ত্রাসমূলক কাজের মিথ্যা অজুহাতে নিরাপরাধ মানুষদের জেলে পুরেছে।মোদী সরকারের অপদার্থতার উল্লেখ করে ওয়েবিনারের দ্বিতীয় বক্তা ওয়েলফেয়ার পার্টির পশ্চিমবঙ্গ শাখার রাজ্য সহ-সভাপতি শিক্ষক মাহফুজুর রহমান বলেন, গুজরাত দাঙ্গার নায়ক নরেন্দ্র মোদী মনোমহিনী নির্বাচনী প্রচার ও গালভরা প্ৰতিশ্ৰুতির বন্যায় দেশবাসীকে ভাসিয়ে তিনি ক্ষমতার মসনদ দখল করেছেন। তাই, আজ অতিমারীর মধ্যেও দেশবাসীর উপর যে দমন-পীড়ন নামিয়ে আনা হচ্ছে ও নানান অজুহাতে সমালোচনার কণ্ঠরোধ করতে গবেষক ছাত্র, ডাক্তার, উকিল, কবি-সাহিত্যিক, সমাজকর্মী, রাজনৈতিক নেতৃত্ব তথা সাংবাদিকদের মিথ্যা মামলায় জেলে ঢোকানো হচ্ছে। উক্ত ওয়েবিনারটির সঞ্চালনায় ছিলেন ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ শাখার রাজ্য সম্পাদক আবু তাহের আনসারী।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct