অভিনন্দন গোস্বামী, হরিপাল: সম্প্রতি এক নাট্য-কর্মশালার আয়োজন করা হয়েছিল হরিপাল আশ্রমিক-এর উদ্যোগে। করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে মঞ্চে অনুষ্ঠিত হওয়া বিভিন্ন নাটক বা এই ধরনের অনুষ্ঠান একেবারেই বন্ধ। কিন্তু নাট্য সংস্থা হরিপাল আশ্রমিক সেই অবস্থাকে গুরুত্ব না দিয়ে তৈরি করে নিচ্ছেন নিজেদের সদস্যদের। সামাজিক বিধি রক্ষা করে শেখানো হচ্ছে বিভিন্ন পদ্ধতি। শেখানো হচ্ছে বাচনভঙ্গি। কি করে নিজেকে আরো ভালো অভিনেতায় পরিগণিত করে নেওয়া যায় তার জন্য চলছে নিরলস পরিশ্রম। তারই প্রস্তুতি স্বরূপ দু দিনের কর্মশালার আয়োজন করে এই নাট্য সংস্থা। হরিপাল আশ্রমিক -এর উদ্যোগে শুধুমাত্র দলীয় নাট্যকর্মীদের জন্য সামাজিক দূরত্ব বিধি মেনে হয়ে গেল দুই দিনের প্রযোজনা ভিত্তিক নাট্য-কর্মশালা। আয়োজন বলে জানান সংস্থার পরিচালক ভাস্কর দাস। বিষয় ছিল থিয়েটারে বাচিক শিল্পের প্রয়োগ, বাচিক অভিনয় তত্ত্বের ব্যাখ্যা, অভিনেতার প্রস্তুতি, থিয়েটারে মেথড অ্যাকটিং বিষয়ের সুচারুভাবে প্রশিক্ষণ দিয়েছেন বাচিক শিল্পী কৌশিক পাত্র।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct