সেখ আনোয়ার হোসেন, হলদিয়া: শতাব্দী প্রাচীন বিদ্যালয় পার্বতীপুর পতিত পাবনী উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয়ে প্রায় ৩৫০০জন ছাত্র ছাত্রী পঠনপাঠন করে। এখানকার শিক্ষকরাবুধবার সকাল ১০ ঘটিকাই সাতটি গ্রামে বেগুনা বেড়িয়া,পার্বতীপুর, শালুক খালি, রূপনারায়ন চক, উদ্ধমাল ,বেগুনা বেড়িয়া উত্তর, বাহার ডাব সহ একাধিক গ্রামরে বান ভাসিদের হাতে শুষ্ক খাদ্য সামগ্রিক তুলে দেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীনেশ রায় প্রামাণিক বলেন, বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী ইয়াসের তাণ্ডবের পর থেকে বিভিন্ন গ্রামে শিবির করে সাধারণ মানুষের পাশে থেকেছে তারজন্য আমি ব্যাক্তিগত ভাবে ও বিদ্যালয়ের পক্ষে থেকে অভিনন্দন জানাই সকলকে।বিদ্যালয়ের সহ-কারী প্রধান শিক্ষক শ্যাম সুন্দর চ্যাটার্জি বলেন, বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা ব্যক্তিগত উদ্যোগেই নিজেদের বেতনের অর্থ দিয়ে প্রায়ই চার লক্ষ টাকা ব্যয় করে দশরকম খাদ্য সামগ্রিক সাধারণ অসহায় পরিবারের হাতে তুলে দিয়ে পাশে থাকার প্রয়াস করছি মাত্র। এই সহযোগিতাই স্থায়ী সমাধান নয়, চাই সরকারী সহযোগিতাই স্থায়ী সমাধান আশাকরছি সরকার দ্রুত সমাধানের পথে এগোচ্ছে। হলদিয়া বিধান সভা শিল্পাঞ্চল ও গ্রাম নিয়ে গঠিত এই প্রথম এত বড় ত্রাণ শিবির অনুষ্ঠিত হয়েছে বলে মনে করছে এলাকার সাধারণ মানুষ। এই কর্মসূচী নেওয়ার জন্য শিক্ষক-শিক্ষিকাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করেন স্থানীয় মহিলারা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct