আপনজন ডেস্ক: অবশেষে কেন্দ্রীয় সরকারকে দেশে যতজন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন তাদেরকে বিপর্যয় মোকাবিলা আইনের পরিপ্রেক্ষিতে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। শুধু তাই নয়, ক্ষতিপূরণ দেওয়ার রূপরেখা আগামী ৬ সপ্তাহের মধ্যে করে ফেলতে হবে কেন্দ্রীয় হবে। সুপ্রিম কোর্টের এই নির্দেশের ফলে করোনাকে মহামারি ঘোষণা করার পর যতজন করোনা ভাইরাসে মারা গেছেন, তাদের মৃতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া থেকে এড়িয়ে যেতে পারবে না মোদি সরকার। কারণ বিপর্যয় মোকাবিলা আইনে সেটা বলা হয়েছে। ফলে কেন্দ্রীয় সরকার তার দায় এড়িয়ে যেতে পারে না।
বুধবার সুপ্রিম কোর্টের বিচারপতি অশোক ভূষণের নেতৃত্বাধীন বেঞ্চ এই রায় দিয়েছে। তবে কত ক্ষতিপূরণ দেওয়া হবে, সেটা জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ ঠিক করবে। ছয় সপ্তাহের মধ্যে তাদের নির্দেশিকা তৈরি করে ফেলতে হবে বলে সর্বোচ্চ আদালত জানিয়েছে।
আদালত জানিয়েছে, বিপর্যয় মোকাবিলা আইনেই বলা হয়েছে, ক্ষতিপূরণ দেওয়া হবে। তাই যখন থেকে করোনাকে বিপর্যয় আইন অনুসারে মহামারি বলে চিহ্নিত করা হয়েছে, তারপর থেকে মৃতের পরিবারকে এককালীন ক্ষতিপূরণ দিতে হবে।
করোনায় মৃতের পরিবারকে চার লাখ টাকা দেওয়ার আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল। কিন্তু নরেন্দ্র মোদি সরকার এই ক্ষতিপূরণ দেওয়ার তীব্র বিরোধী ছিল। কেন্দ্রীয় সরকার আদালতকে জানিয়েছিল, করোনায় মৃতের পরিবারকে যদি চার লাখ টাকা ক্ষতিপূরণ দেয়া হয়, তা হলে তো সরকারের হাতে বিপর্যয় মোকাবিলার কোনো টাকাই থাকবে না। এমনিতেই করোনার কারণে স্বাস্থ্যখাতে প্রচুর অর্থ দিতে হচ্ছে। তার উপর রাজস্ব আদায় অনেক কম হচ্ছে। তাই ক্ষতিপূরণ দেয়া যাবে না।
মোদি সরকারের যুক্তি ছিল, ক্ষতিপূরণ দিতেই হবে এরকম কোনো কথা আইনে নেই। কিন্তু আদালত জানিয়েছে, আইনে বলা হয়েছে, জাতীয় বিপর্যয়ের ক্ষেত্রে ন্যূনতম পরিত্রাণ দিতে সরকার দায়বদ্ধ। ক্ষতিপূরণ এই পরিত্রাণের মধ্যেই পড়ে।
বিচারপতিরা বলেছেন, ‘ন্যূনতম পরিত্রাণের ব্যবস্থা করাটা তাই কর্তব্যের মধ্যে পড়ে। অনেক দিন কেটে গেছে, কিন্তু এই বিষয়ে কোনো নির্দেশিকা প্রকাশ করেননি জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ। তারা দায়িত্ব পালনে করতে ব্যর্থ হয়েছেন।’’
করোনাকে জাতীয় বিপর্যয় আইনের আওতায় নিয়ে আসার পর প্রায় চার লাখ মানুষ মারা গেছেন। ফলে তাদের পরিবারকে এখন ক্ষতিপূরণ দিতে হবে। তবে আদালত জানিয়ে দিয়েছে, ক্ষতিপূরণ কত দিতে হবে, সেই ব্যাপারে তারা কোনো নির্দেশ দেবে না। এটা জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ ঠিক করবে। তারা বিচার করে দেখবে, পরিবারগুলিকে কত টাকা দেওয়া উচিত। সেইমতো তারা নির্দেশিকা প্রকাশ করবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct