আব্দুস সামাদ মণ্ডল, ফুরফুরা: ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের উদ্যোগে আজ ১৬৭ তম ঐতিহাসিক হুল দিবস পালিত হল আইএসএফ কেন্দ্রীয় অফিস ফুরফুরা শরীফে। এদিন বেলা চারটের সময় বিধায়ক মহঃ নওশাদ সিদ্দিকীর উপস্থিতিতে কোভিড প্রটোকল মেনে সংক্ষিপ্তাকারে উদযাপিত হয়। উপস্থিত ছিলেন বিশিষ্ট আদিবাসী নেতা ও আইএসএফ এর রাজ্য সহকারী সম্পাদক লক্ষীকান্ত হাঁসদা,
আইএসএফের অফিস সেক্রেটারী নাসিরুদ্দিন মীর, বিশিষ্ট সমাজকর্মী সুনীল হাঁসদা ও আরো কয়েকজন। সুনীল হাঁসদা তার বক্তব্য সিধো কানহো দের সংগ্রাম কে ভারতের ‘প্রথম স্বাধীনতা সংগ্রাম’ স্বীকৃতির দাবি জানান। লক্ষীকান্ত হাঁসদা তার বক্তব্যে আদিবাসী জাতির বঞ্চনার কথা তুলে ধরেন তিনি বলেন স্বাধীনতার পর থেকে বিভিন্ন সরকার আদিবাসী জাতির প্রতি মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে শুধু প্রতারণা করেছে।
বিধায়ক নওশাদ সিদ্দিকী বলেন সিধো-কানহোদের ছয় ভাইবোনের জীবন উৎসর্গ ভারতের ইতিহাসে একটি বিরল ঘটনা। তিনি আরো বলেন আদিবাসী অধ্যুষিত জঙ্গলমহলে সংবিধানের পঞ্চম তফসিল করতে হবে এরই সঙ্গে ২০০৬ সালের বন রক্ষা আইন কে পূর্ণ বলবৎ করতে হবে। সাঁওতালি ভাষায় অলচিকি লিপি মাধ্যমে শিক্ষার জন্য পৃথক একটি সাঁওতালি এডুকেশন বোর্ডের দাবি করেন। এই সমস্ত দাবি তিনি বিধানসভায় তুলবেন বলে কথা দিয়েছেন। আজকের কৃষক আন্দোলনকে সেদিনের সিধো কানহো দের সংগ্রামের সঙ্গে তুলনা করেন। বিধায়ক ইচ্ছা প্রকাশ করেছেন সিধো কানহোদের মত তিনিও আদিবাসী নেতৃত্বকে নিয়ে দিল্লী পর্যন্ত আন্দোলনে নামতে চান। ধীরেন্দ্রনাথ বাস্কে ঐতিহাসিক বইয়ের রেফারেন্স দিয়ে জানান সেদিনের হুল সিধো মুর্মু কানহো মুর্মু নেতৃত্ব দিলেও আন্দোলনে সাথ দিয়েছিল দলিত ও মুসলিম সম্প্রদায়ের মানুষ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct