আপনজন ডেস্ক: বৃহস্পতিবার থেকে সারাদেশে কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার। এদিকে লকডাউন চলাকালে করোনার সংক্রমণ রোধে ধর্ম মন্ত্রণালয় বেশকিছু নির্দেশনা জারি করেছে। বুধবার মন্ত্রণালয়ের উপসচিব সাখাওয়াত হোসেনের সই করা নির্দেশনায় মসজিদে নামাজ আদায়ের নিয়মকানহোনসহ মুসল্লিদের জন্য এসব নির্দেশনা জারি করা হয়। অন্যদিকে, করোনাভাইরাসের পরিস্থিতি বিবেচনায় সরকারের ঘোষণাকৃত কঠোর বিধিনিষেধ না মানলে ২৬৯ ধারায় মামলা হতে পারে। বাইরে বের হওয়ার সংগত কারণ না দেখাতে পারলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে দণ্ডবিধির ২৬৯ ধারায় মামলায় ৬ মাসের জেল ও জরিমানা হতে পারে।
বুধবার দুপুরে রাজধানীর মিন্টো রোডের ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। ডিএমপি কমিশনার বলেন, ‘পুলিশ রাস্তায় থাকবে। কোনো যানবাহন বের হলে দণ্ডবিধির ২৬৯ ধারায় মামলা করা হবে। সংগত কারণ দেখাতে না পারলে তাকে গ্রেফতার করে আদালতে তোলা হবে। এর পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতেও সাজা দেয়া হবে। এবার পুলিশ শক্ত অবস্থানে থাকবে। পুলিশ শক্ত অবস্থানে থাকবে বলেই আপনারা নিরাপদে থাকবেন।’ তিনি বলেন, আগামীকাল বৃহ্স্পতিবার থেকে এক সপ্তাহের কঠোর লকডাউন চালু হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct