সাদ্দাম হোসেন মিদ্দে, ভাঙড়: অর্থের অভাবে প্যারা ব্যাডমিন্টনে পদকজয়ী শাহজাহান বুলবুলের ক্রিড়া জীবনে নেমে আসতে চলেছে অনিশ্চতার ঘন কালো মেঘ। বিশেষভাবে সক্ষম শাহজাহান বুলবুল ভাঙড় ২ ব্লকের ভগবানপুর অঞ্চলের বাসিন্দা। ২০১৫ সালে তিনি দক্ষিণ আমেরিকার পেরুতে সিঙ্গেল ও ডাবলসে ব্রোঞ্জ পদক জয় করে দেশে ফেরেন। ২০১৩ সালে ইউরোপের জার্মানি ওপেন প্যারা ব্যাডমিন্টন টুর্নামেন্ট খেলেন। কোয়ার্টার ফাইনালে অবশ্য তিনি হেরে যান। ২০১৪ সালে খেলেন ইন্দোনেশিয়া ওপেন প্যারা ব্যাডমিন্টন টুর্নামেন্ট। সেখানে প্রথম রাউন্ড থেকেই বিদায় নেন।
আগামী সেপ্টেম্বরে তিনি অংশগ্রহণ করবেন পেরু ওপেন প্যারা ব্যাডমিন্টন টুর্নামেন্টে। কিন্তু ল্যাটিন আমেরিকার দেশটিতে উড়ে যেতে গেলে প্রায় দুলক্ষ রুপির দরকার। যা শাহজাহান বুলবুলের পক্ষে জোগাড় করা প্রায় অসম্ভব। অর্থের অভাবে তাই তাঁর ক্রীড়া জীবনে ছেদ পড়ার উপক্রম। পাকাপোল হাই স্কুলের কাছে শাহজাহান বুলবুলের অভাবের সংসার। তাঁরা তিন ভাই। বাবা কৃষি কাজ করেন। শাহজাহান নিজে দৈহিক প্রতিবন্ধী হয়েও একটি ভেলিভারি সংস্থায় কাজ করেন। শাহজাহানের ১ পুত্র ও ১ কন্যা রয়েছে।
কোন কোম্পানির স্পন্সর্সশীপ পাওয়ার আশায় দিন গুনছেন ব্রোঞ্জ জয়ী এই ক্রিড়াবিদ। এছাড়াও এলাকার বৃত্তবান সহৃদয় ব্যাক্তিদের কাছে সরাসরি আর্থিক সহায়তার আবেদন জানাচ্ছেন শাহজাহান। সাহায্যের আবেদন জানাচ্ছেন ভাঙড় ২ ব্লক ও জেলা প্রশাসনের কাছেও।
সাহায্যের আবেদন জানিয়ে স্থানীয় সংসদ সদস্য অভিনেত্রী মিমি চক্রবর্তীর নিকটে দরবার করেছিলেন বিশেষভাবে সক্ষম ক্রিড়াবিদ শাহজাহান বুলবুল। তাঁর অভিযোগ,” সাংসদ সাহায্যের হাত বাড়াননি। সাংসদ উল্টে ক্রিড়া মন্ত্রী অরুপ বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন।” তবে শাহজাহানের অভিযোগ সম্পর্কে জানতে মিমির সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct