কুতুবউদ্দিন মোল্লা, বাসন্তী: কৃষকদের হাতে বীজ ধান তুলে দেওয়া হচ্ছেসরকারি উদ্যোগে। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের মধ্যে নতুন সংযােজন দুয়ারে বীজ ধান । এই প্রকল্পে চাষীদেরকে এই বীজ ধান প্রদান করা হবে যার মাধ্যমে ক্ষতিগ্রস্ত এলাকার চাষিরা এই বীজ রোপণ করে উপকৃত হবেন। রাজ্য সরকারের ঘোষণা মতো কৃষকের দুয়ারে বীজ ধান প্রকল্পে বাসন্তীর কুমড়াখালিতে পূর্ত পরিবহন কর্মাধ্যক্ষ পতিত হাজারির উপস্থিতিতে অনুষ্ঠিত বিতরণ করা হল। স্থানীয় প্রায় ১৫০ জনের কৃষকদের হাতে তুলে দেওয়া হয় এই বীজ ধান। দুয়ারে বীজ ধান প্রদানে খুবই খুশি বাসন্তীর কুমড়াখালি গ্রামের কৃষকরা।
কুমড়াখালি গ্রামের কৃষকরা কানাই সরদার সমর সাঁকুই,আইনুল মোল্লা বলেন ইয়াসে ও পূর্ণিমার ভরা কোটাল আমাদের ধান ক্ষেত, ঘরবাড়ি নদীর নােনা জল ঢুকে সুন্দরবন বাসন্তী, গোসাবা থানা এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছিল। এছাড়া বর্তমান করোনা দ্বিতীয় ঢেউ চলছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন উদ্যোগে খুশি বাসন্তীর কুমড়াখালি গ্রামের সন্দীটের মতো বহু কৃষক।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct