জয়প্রকাশ কুইরি, পুরুলিয়া: পুরুলিয়া জেলা পুলিশের বড়ো সাফল্য। গত ছয় মাস ধরে অভিযান চালিয়ে চুরি ও হারিয়ে যাওয়া মোট ১২৫ টি মোবাইল ফোন উদ্ধার হলো পুরুলিয়া জেলা পুলিশের উদ্যোগে। মঙ্গলবার উদ্ধার হওয়া মোবাইল ফোন গুলি প্রকৃত মালিকদের হাতে তুলে দিয়ে একটি সাংবাদিক সম্মেলন করলেন রঘুনাথপুর মহকুমা পুলিশ আধিকারিক দুর্বার বন্দ্যোপাধ্যায়।
এ বিষয়ে দুর্বার বন্দ্যোপাধ্যায় জানান, গত কয়েক মাসে পুরুলিয়ার রঘুনাথপুর মহকুমার বিভিন্ন থানা এলাকায় প্রচুর মোবাইল চুরি ও হারিয়ে যাওয়ার অভিযোগ এসেছিল । সেই মতো পুরুলিয়া পুলিশ সুপার এস সেলভা মুরুগানের নির্দেশে একটি বিশেষ টিম তৈরি করে পুলিশ অভিযান চালায়। এই অভিযানের মাধ্যমে পুরুলিয়ার রঘুনাথপুর, কাশীপুর, নিতুরিয়া, সাঁতুড়ি,আদ্রা, পাড়া ও সাঁওতালডি থানা এলাকা থেকে মোট ১২৫ টি মোবাইল উদ্ধার করে পুলিশ। যার মধ্যে রঘুনাথপুর থানা এলাকা থেকে উদ্ধার করা হয় ৪০টি মোবাইল , কাশীপুর থানা এলাকা থেকে ১৫ টি, নিতুরিয়া থানা এলাকা থেকে ১৮ টি , সাঁতুড়ি থানা এলাকা থেকে ৯ টি , আদ্রা থানা এলাকা থেকে ১৯টি , পাড়া থানা এলাকা থেকে ১২ টি এবং সাঁওতালডি থানা এলাকা থাকে ১২ টি মোবাইল উদ্ধার করেছে পুলিশ। এদিন রঘুনাথপুর, কাশীপুর ও পাড়া থানা এলাকার মোট ৩৮ টি উদ্ধার হওয়া মোবাইল তাদের প্রকৃত মালিকের হাতে তুলে দেয় রঘুনাথপুর থানার পুলিশ। এভাবে মোবাইল গুলো ফিরে পেয়ে খুবই খুশি হয়েছেন সেই সব ব্যক্তিরা। ধন্যবাদ জানিয়েছেন পুরুলিয়া জেলার কর্মরত সমস্ত পুলিশ কর্মীদের।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct