আপনজন ডেস্ক: মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের পোলেরহাট হাই স্কুল ও নওয়াবাদ প্রাথমিক বিদ্যালয় থেকে আঠারো বছর থেকে শুরু করে ৪৫ বছর পর্যন্ত বয়সীরা টিকা নেন। এদিন প্রায় ৪০০ জনকে ভ্যাকসিন প্রদান করা হয়। একই দিনে দুটি ক্যাম্প অনুষ্ঠিত হওয়ায় খুশি এলাকাবাসী। প্রসঙ্গত ভাঙড়ের বিভিন্ন অঞ্চলে প্রতিদিন চলছে ভ্যাকসিন কর্মসুচী। আজ পোলেরহাট অঞ্চলে দুটি বিদ্যালয়ে সাধারন মানুষ ভ্যাকসিন নেন। পোলেরহাট ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য নুরউদ্দিন মোল্যা জানান আমরা সকলকেই সামাজিক দূরত্ব মেনে ও মাস্ক পড়ে লাইনে দাঁড়াতে বলছি। পাশাপাশি সমস্ত ধরনের স্বাস্থ্যবিধি মেনে আজ এখানে টিকাকরন কর্মসুচী চলছে। স্বাস্থ্য দপ্তর ও ব্লক প্রশাসনে ও পোলেরহাট ১ নম্বর গ্রাম পঞ্চায়তের এই অভিনব উদ্যেগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সাধারন মানুষ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct