কুতুবউদ্দিন মোল্লা ও বাবলু প্রামাণিক, ক্যানিং: ক্যানিং থানার আইসি আতিবুর রহমান কে বদলি করা যাবে না। প্লাকার্ড হাতে নিয়ে দাবিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ চেয়ে স্থানীয় মহিলারা ক্যানিং থানার সামনে বিক্ষোভ করে। পাশাপাশি ক্যানিং বারুইপুর সড়ক পথে অবরোধ করে বিক্ষোভ দেখায়। মঙ্গলবার ক্যানিং এলাকার কয়েক হাজার মহিলা ক্যানিং থানার সামনে বিক্ষোভ দেখাতে থাকে।তাদের দাবী ক্যানিং থানার আইসি কে কোন রকমে বদলি করা যাবে না।এরপর কয়েক হাজার মহিলা বিক্ষোভকারী ক্যানিং বারুইপুর সড়ক পথে অবরোধ করে। অবরোধের ফলে ক্যানিং বারুইপুর সড়ক পথে যানবাহন চলাচল পুরোপুরি স্তব্ধ হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ক্যানিং থানার আইসি আতিবুর রহমান সহ পুলিশ বাহিনী। তিনি মহিলা বিক্ষোভকারীদের অনুরোধ করেন বিক্ষোভ তুলে নেওয়ার জন্য।এরপরও চলতে থাকে বিক্ষোভ। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ক্যানিং মহকুমা পুলিশ আধিকারিক গোবিন্দ শিকদার। তিনিও বিক্ষোভকারীদের বিক্ষোভ তুলে নেওয়ার জন্য অনুরোধ করেন। বিক্ষোভকারীরা পুলিশের কোন কথা কর্ণপাত না করে বিক্ষোভ চালিয়ে যায়। পরিস্থিতি বেগতিক বুঝে অবশেষে দুপুর ১২ টা ৪ মিনিটে ক্যানিং থানার আইসি আতিবুর রহমান বিক্ষোভ তুলে নেওয়ার জন্য। বিক্ষোভকারীদেরকে করজোড়ে অনুরোধ করেন। উঠে যায় বিক্ষোভ। বিক্ষোভকারী মহিলারা জানিয়েছেন, ‘আমচকা ক্যানিং থানার আইসির বদলির খবর পেয়ে আমরা বিক্ষোভে নামি। তবে বদলি করা যাবে না ক্যানিং থানার আইসি আতিকুর রহমানকে। তিনি ভালো কাজ করছিলেন সমগ্র ক্যানিং জুড়ে।এমনকি কোন কিছু সমস্যা নিয়ে তার কাছে এলে তিনি সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করতেন। বিশেষ করে নারী ও শিশু পাচার, নারী নির্যাতন বিষয়ে যত্ন সহকারে তিনি দেখতেন। তাই আমাদের দাবি ক্যানিং থানার আইসিকে বদলি করা যাবে না।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct