আপনজন ডেস্ক: দিন কয়েক আগে নবান্নে এক সাংবাদিক সম্মেলনে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন পুজোর আগে প্রাথমিক-উচ্চ প্রাথমিক মিলিয়ে প্রায় সাড়ে ২৪ হাজার শিক্ষক নিয়োগ হবে। এবার মঙ্গলবার এমনটাই জানাল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়ে দিল পুজোর আগে প্রকাশিত হবে টেট পরীক্ষার ফল। প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে খবর, আগামি সপ্তাহেই পর্ষদের ওয়েবসাইটে কাউন্সেলিংয়ের নির্ঘণ্ট তুলে দেওয়া হবে। সেই মোতাবেক চলবে মেধার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া।
উল্লেখ্য, এ বছরের চলতি বছর ৩১ জানুয়ারি রাজ্যজুড়ে নেওয়া হয়েছিল ২০১৭ সালের প্রাথমিক টেটের পরীক্ষা। করোনা ভাইরাস পরিস্থিতিতে সেই পরীক্ষা দিয়েছিলেন প্রায় ২.৫ লাখ পরীক্ষার্থী। কিন্তু করোনা মহামারির কারণে তার ফলপ্রকাশ নিয়ে অনিশ্চয়তা ছিল।
অবশেষে টেট পরীক্ষার্থীদের মুখে হাসি ফোটাতে প্রাথমিক শিক্ষা পর্ষদ পুজোর আগে ফল ঘোষণার কথা জানাল। এর ফলে, মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো পুজোর আগেই ১০,৫০০ প্রাথমিক শিক্ষককে নিয়োগ এবং আগামী বছর মার্চের মধ্যে প্রাথমিক স্কুলে আরও ৭,৫০০ শিক্ষকের চাকরির পাওয়ার পথ প্রশস্ত হল। পর্ষদ জানিয়েছে, পুজোর আগেই টেট-এর চূড়ান্ত ফলপ্রকাশ করার আগে উত্তরপত্র বা অ্যানসার কি প্রকাশ করবে। এমনটাই এদিন ঘোষণা করা হয়েছে। উল্লেখ্য, এর আগে নবান্নে মুখ্যমন্ত্রী প্রসঙ্গে বলেছিলেন, ‘শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কোনও লবিবাজি চলবে না। তিনি বলেন, ‘তাঁদের (শিক্ষকদের) মেধাই, তাঁদের পরিচয়। এ নিয়ে কারও কাছে লবি করার কোনও প্রয়োজন নেই। তাঁদের মেধাই তাঁদের সবথেকে পরিচয়। যাঁরা পরীক্ষা দিয়েছেন, পরীক্ষায় পাশ করেছেন, পাওয়ার অধিকারী।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct