আপনজন ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে যতই রাজনেতিক মতপার্থক্য থাক কিংবা রাজ্যকে কেন্দ্রীয় সরকার যতই বঞ্চনা করুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে কিন্তু সৌজন্যতা দেখাতে কোনও কুণ্ঠা নেই। তাই মমতার চেনা স্বভাব অনুযায়ী শুধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নয়, কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধি, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল প্রমুখ রাজনীতিবিদদের সৌজন্য মূলক রাজ্যের বিখ্যাত আম পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লির বঙ্গ ভবনে থেকে হিমসাগর, ল্যাংড়া এবং লক্ষ্মণভোগ আমের ডালি পাঠানো হয়েছে শুধু মোদি, সোনিয়া কিংআ কেজরিওয়ালকে নয়, আম প্রাপকদের তালিকা থেকে বাদ যাননি রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু, লোকসভার স্পিকার ওম বিড়লা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। জানা গেছে, গত বার দিল্লিতে প্রবলভাবে করোনা সংক্রমণের প্রভাব থাকায় এই আম পাঠাতে পারেননি। কিন্তু এখন সংক্রমণ নিয়ন্ত্রণে শুধু নয়, লকডাউনও তুলে নেওয়া হয়েছে। তাই দিল্লিতে এই সকল বিশিষ্টজনদের আম পাঠিয়ে সৌজন্য রক্ষা করতে মমতা কসুর করেননি।
যতই রাজনৈতিক মতবিরোধ যতই থাকুক না কেন, অতীতেও বিভিন্ন সময়ে মমতা ভিন রাজ্যের রাজনীতিকদের নানা সামগ্রী উপহার স্বরূপ পাঠিয়েছেন। ২০১৯ লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছিলেন, মমতা দিদি তাকে কুর্তা উপহার পাঠিয়েছেন। তাই মমতার রাজনৈতিক সৌজন্যতা সবসময় মোহিত করেছে। বিশেষ করে, বিধানসভা নির্বচানের আগে ও পরে যেভাবে মোদি বিরোধী মনোভাব দেখানোর পরও মমতা এই সৌজন্যতা দেখালেন তা বিভিন্ন মহল সাবাস জানাচ্ছে রাজনৈতিক উদারতা নিয়ে। তার মাঝে অবশ্য সামান্য প্রশ্ন উঠতে শুরু করেছে এবারের আম সৌজন্যতা নিয়ে। তার কারণ, হল বিজেপির কট্টর বিরোধী হলেও মমতা তাদের শীর্ষ নেতাদের যখন আম পাঠালেন তখন সূত্রের খবর সেই তালিকায় স্থান পাননি কোনও বাম নেতা। প্রকাশ কারাত থেকে শুরু করে, কেরলে মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন কেউই মমতার আম প্রাপকদের তালিকায় স্থান না পাওয়ায় অনেকে বিস্মিত। তাই প্রশ্ন উঠছে, বাম নেতারা কি এখনও মমতার কাছে ব্রাত্য হয়েই রইলেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct