জাকির সেখ, মুর্শিদাবাদ: মুর্শিদাবাদ জেলার বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জেলা জমিয়তে উলামার সভাপতি হযরত মাওলানা আসিরুদ্দীন কাসেমী দুনিয়অ থেকে চিরবিদায় নিলেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন বাড়িতে অসুস্থ থাকার পর সোমবার ভোর রাতে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মাওলানা আসিরুদ্দীন কাসেমীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই লোকে লোকারণ্য হয়ে উঠে হযরতের বাড়ি। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে আলেম সমাজ, তাবলীগ জামাতের সাথী সহ পরিচিত মহলে। জেলা জমিয়তের বহুমুখী সমস্ত রকমের কাজ তিনি নিষ্ঠার সাথে পালন করেছেন। মরহুম হযরত মাওলানা তাহির সাহেব রহ.-এর পরামর্শে খাগড়াঘাট সংলগ্ন জেলা জমিয়ত অফিস তিনি এবং মুকুন্দপুরের মাওলানা জয়নুল আবেদীন সাহেব রহ. তৈরি করেছিলেন। দেশের মানুষের স্বার্থে তিনি তিহার জেলে বন্দি ছিলেন। জমিয়তের দায়িত্বভারের পাশাপাশি তিনি ছয়ঘরি মাদ্রাসার সেক্রেটারীর কার্যালয় দক্ষতার সঙ্গে পরিচালনা করেছেন।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি তথা রাজ্যের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার মন্ত্রী মাওলানা সিদ্দীকুল্লাহ চৌধুরী। রাজ্য জমিয়তে উলামার সাধারণ সম্পাদক মুফতি আব্দুস সালাম সাহেব বলেন, আমরা একজন যোগ্য অভিভাবক হারালাম। আল্লাহ তাআলা তাঁকে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম দান করুন ও পরিবারকে সবরে জামিল দান করুন। মাওলানা আসিরুদ্দীন কাসেমী রহ. এর সুযোগ্য পুত্র মুফতি জিয়াউল্লাহ কাসেমীর ইমামতিতে তাঁর জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। মরহুমের জানাযা নামাজে উপস্থিত হন অগণিত মানুষ। উপস্থিত ছিলেন হরিহরপাড়ার বিধায়ক নিয়ামতে সেখ, জেলা রাবেতা বোর্ডের সভাপতি মাওলানা বদরুল আলম, জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মুফতি রায়হানুল ইসলাম, জেলা ইমাম মাওলানা নিজামুদ্দীন বিশ্বাস, মাওলানা শামসুর রহমান, মুফতি আব্দুস সালাম, মুফতি নাজমুল হক প্রমুখ। উল্লেখ্য, মরহুম আসিরুদ্দীন কাসেমী রহ. স্ত্রী, চার পুত্র ও চার কন্যা সহ অগণিত ভক্ত, ছাত্র আত্মীয়দেরকে রেখে গেছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct