আপনজন ডেস্ক: আফগানিস্তানে তালিবান নিয়ন্ত্রণ নিলে পাকিস্তান তার আফগান সীমান্ত বন্ধ করে দেবে বলে জানিয়ে দিল পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি। তিনি বলেন, 'আফগানিস্তান থেকে আমেরিকা সেনা প্রত্যাহারের পর সেখানে হিংসতা বাড়তে পারে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটতে পারে। আমরা এরই মধ্যে ৩৫ লাখ আফগান শরণার্থীকে জায়গা দিয়েছি। আমরা আর শরণার্থী নিতে পারছি না। আমাদের সীমান্ত দিয়ে প্রবেশ বন্ধ করতে হবে, আমাদের জাতীয় স্বার্থ রক্ষা করতে হবে।’ পাকিস্তান আফগানিস্তানে শান্তির জন্য কূটনৈতিক প্রয়াস চালিয়ে যাবে এবং সেখানে গণতান্ত্রিকভাবে নির্বাচিত নেতৃত্বকে স্বাগত জানাবে বলে জানান তিনি। এর আগে ১৯৮৯ সালে সোভিয়েত ইউনিয়ন চলে যাওয়ার পর, মুজাহিদিন দলগুলোর মধ্যে লড়াইয়ের সময় কয়েক লাখ আফগান পাকিস্তানে পালিয়ে আশ্রয় নেয়। সম্প্রতি তালিবান যোদ্ধারা দক্ষিণ ও উত্তর আফগানিস্তানের বেশ কয়েকটি জেলায় সরকারি নিরাপত্তা বাহিনীকে আত্মসমর্পণ করতে বাধ্য করে এবং তাদের অস্ত্র এবং সামরিক যানবাহনের দখল নেয়। তারা জেলাগুলোতে নিজেদের আধিপত্য কায়েম করেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct