আপনজন ডেস্ক: রাজ্যে করোনা সংক্রমণের গতি কমতে শুরু করলেও কোনও ধরনের ঝুঁকি নিতে চাইল না রাজ্য সরকার। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার দুপুরে নবান্নে ঘোষণা করলেন, আরও দু সপ্তাহ অর্থাৎ ১৫ জুলাই পর্যন্ত করোনা বিধিনিষেধের মেয়াদ বাড়ানো হল। বিধি নিষেধের মেয়াদ বাড়ালেও মানুষের সুবিধার্থে কিছু ছাড় দেওয়া হয়েছে। যদিও লোকাল ট্রেন ও মেট্রো পরিষেবা আগের মতোই বন্ধ থাকবে। পরিবহণ সমস্যায় যাতে মানুষের নাকাল হতে না হয় এবার তার জন্য ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলাচল করতে পাবে বাস। একইভাবে চলবে অটো ও টোটো।
বেশ কয়েকদিন ধরে লোকাল ট্রেন চালু করা নিয়ে কয়েকটি স্টেশনে বিক্ষোভ দেখালেও কোনওভাবেই লোকাল ট্রেন চালানোর কথা ভাবা হচ্ছে না ১৫ জুলাই অবধি। এ নিয়ে মমতা বলেন, লোকাল ট্রেন চালুর মতো পরিস্থিতি এখনও তৈরি হয়নি।
এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, নাইট কার্ফু রাত ৯টা-ভর ৫টা আগের মতোই বলবৎ থাকবে। ফলে ওই সময় জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়া যাবে না। তবে, ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে সরকারি-বেসরকারি বাস। সরকারি অফিস খোলা থাকবে সকাল ১০টা থেকে বিকেল ৪টে পর্যন্ত।
অন্যদিকে বেসরকারি অফিসও খোলা যাবে ৫০ শতাংশ কর্মী নিয়ে। তবে কর্মীদের যাতায়াতের ব্যবস্থা বেসরকারি অফিসকেই করতে হবে।
অন্যদিকে, জিম-পার্লার ও সেলুন ৫০ শতাংশ গ্রাহক নিয়ে চালু করা যাবে। সকাল ১১টা-সন্ধ্যা ৬টা অবধি খোলা থাকবে জিম-পার্লার। ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সবজি এবং মাছের বাজার খোলা রাখা যাবে। অন্য দোকান খোলা রাখা যাবে সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত। এদিকে বিয়ের অনুষ্ঠানবাড়িতে সর্বোচ্চ ৫০ জন পর্যন্ত অতিথি উপস্থিত থাকতে পারবেন। তবে সাংস্কৃতিক এবং রাজনৈতিক কর্মসূচির ক্ষেত্রে সর্বোচ্চ ২০ জন থাকতে পারবেন।
তবে, করোনা বিধি নিষেধে আপাতত এই ছাড় দেওয়া হলেও করোনা সংক্রমণ বৃদ্ধি পেলে ছাড় প্রত্যাহার করা হতে পারে বলে মুখ্যমন্ত্রী জানান। তাই এই ছাড় পরীক্ষামূলক ভাবে দেওয়া হচ্ছে বলে তিনি জানান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct