দেবাশিস পাল, মালদা: মালদার মানিকচক ব্লকের অন্তর্গত হীরানন্দপুর গ্রাম পঞ্চায়েতের এবং উত্তরর চন্ডীপুর বিস্তীর্ণ এলাকা জুড়ে ব্যাপক ভাঙন আতঙ্কে এলাকাবাসী। ক্রমশ নদী বাঁধের দিকে এগিয়ে যাচ্ছে এই অবস্থায় প্রশাসনিক পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলছে এলাকাবাসী। চাইছেন দ্রুতগতিতে ভাঙন রোধের কাজ। মানিকচক ব্লকের ভূতনি চরের অন্তর্গত হীরানন্দপুর এবং উত্তরচন্ডীপুর অঞ্চলের এলাকা দিয়ে বয়ে গেছে গঙ্গানদী।
প্রতিবছর বর্ষার মরসুমে ব্যাপক ভাঙন দেখেছে এলাকার বাসিন্দারা। বিস্তীর্ণ কৃষিজমি নদীগর্ভে তলিয়ে গিয়েছে বিগত বছর গুলোতে। আবারো ব্যাপক হারে ভাঙন শুরু হয় কেশবপুর, কালটন টোলা সহ এলাকাজুড়ে। তার ফলে এলাকা জুড়ে বাড়ছে আতঙ্ক। জল বাড়ার কারণে এই ভাঙন বলে জানান এলাকাবাসীরা। তাই আশঙ্কায় দিন কাটছে এখন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct