বিশেষ প্রতিবেদক, কালিয়াচক: শনিবার এক স্বেচ্ছায় রক্তদান শিবিরে রক্তদানে উদ্বুদ্ধ হয়ে একই পরিবারের বাবা, ছেলে ও মেয়ে রক্তদান করে নজির গড়েন। শনিবার পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার মালদা শাখার স্থানীয় উদ্যোগে বৈষ্ণবনগর থানার লক্ষ্মীপুর গ্রামপঞ্চায়েতের পুরাতন আঠারো মাইল মোড়ে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। সেখানেই বাবা অবসরপ্রাপ্ত বিএসএফ কর্মী মতিউর রহমান, ছেলে আব্দুর রহমান, মেয়ে স্কুল শিক্ষিকা বিউটি রহমান সহ শিবিরে ৪০জন রক্তদান করেন। উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সম্পাদক আমিরুল সেখ, সভাপতি সাবিরুদ্দিন, সমাজসেবী ফাজলে হক, সেলিম হোসেন, সামিউল আহমেদ প্রমুখ। এই রক্তদান শিবির মালদা ব্লাড ব্যাঙ্কের সহযোগিতায় অনুষ্ঠিত হয়।
রক্তদান শিবির চলে কয়েক ঘন্টা ধরে। সংগঠনের সম্পাদক আমিরুল সেখ বলেন, আমরা বিভিন্ন সামাজিক কাজ করে চলেছি। লকডাউনে গরীব দুঃস্থদের খাদ্য সামগ্রি বিতরন, বাজারে ও মোড়ে স্যানিটাইজ করা, ভ্যাকসিন নিয়ে সচেতনতা ও আগ্রহ গড়ে তোলা সহ প্রতিনিয়ত একাধিক কাজ সম্পন্ন করেছি। রক্তদান ও স্বাস্থ্য সচেতনতা লক্ষে কাজে নেমেছে সংগঠন। এদিন ব্লাড ব্যাঙ্কে রক্তের সংকট দূরীকরনে রক্তদান শিবিরের আয়োজন করা হয় শিবিরে ৪০ জন রক্তদান করেন। আগামীতে এই শিবির অনুষ্ঠিত হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct