সেখ রিয়াজউদ্দিন, বীরভূম: শনিবার আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস। এই উপলক্ষে বীরভূম জেলা পুলিশের উদ্যোগে জেলার প্রতিটি থানার পক্ষ থেকে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের মাধ্যমে দিনটি সচেতনতা মূলক হিসেবে প্রচার অভিযান চালানো হয়। এদিন লোকপুর থানার পক্ষ থেকে স্থানীয় বাসস্ট্যান্ড ও নাকড়াকোন্দা বাসস্ট্যান্ড এলাকায় বাউল গান ও বক্তব্যের মাধ্যমে মাদকের ক্ষতিকারক দিক গুলি তুলে ধরা হয়। ড্রাগের নেশা, সর্ব নেশা,এই নেশা কি ভাবে তিল তিল করে মরনের দিকে ঠেলে দেয় তাহা কমবেশি সকলেই অবগত।তাই সমাজ কে সুস্থ রাখতে,নেশা মুক্ত সমাজ গড়তে সর্বস্তরের মানুষের সহযোগিতা তথা অগ্রনী ভূমিকা পালন করা দরকার,একমাত্র সমবেত প্রচেষ্টায় পারে নেশা মুক্ত সমাজ গড়তে,এ দায়িত্ব আমার, আপনার,আমাদের সকলের।উপস্থিত ছিলেন লোকপুর থানার ওসি সন্তোষ ভকত, এস, আই রতন চন্দ্র সেন, নাকড়াকোন্দা গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ডাক্তার বিপ্লব বিশ্বাস, স্থানীয় লোকসংগীত শিল্পী নারায়ণ কর্মকার প্রমুখ। অন্যদিকে সদাইপুর থানার পক্ষ থেকে একটি সুসজ্জিত ট্যাবলো বের করা হয় ও মাইকিং করে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালন তথা জনগণের মধ্যে সচেতনতার বার্তা দেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct