জয়প্রকাশ কুইরি, পুরুলিয়া: ইউরোপ নয় ! ভারত বর্ষের প্রত্যন্ত পুরুলিয়া ঝালদা ২ নম্বর ব্লকের বেগুনকোদর গ্রাম পঞ্চায়েতের বাইরে এক ব্যক্তি উলঙ্গ হয়ে করলেন প্রতিবাদ। অভিযোগ উঠেছে যেখানে মুখ্যমন্ত্রীর সৎ ইচ্ছায় বাংলা আবাস যোজনায় বাড়ি পাচ্ছেন লক্ষ লক্ষ মানুষ সেখানে এই ব্যক্তি কেন বঞ্চিত থাকবেন ? ইয়াস পরবর্তী পরিস্থিতিতে তার জরাজীর্ণ কাঁচা বাড়ি নিয়ে আশঙ্কায় রয়েছেন তিনি। এর আগে একাধিকবার পঞ্চায়েতে দরবার করেও কোন সুরাহা না হওয়ায় অবশেষে লজ্জার মাথা খেয়ে পরমতম পন্থা বেছে নিলেন এই ব্যক্তি। যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে গোটা এলাকা জুড়ে । আর সেই ছবি ভাইরাল হওয়ায় বেশ চাঞ্চল্যও ছড়িয়েছে নেট দুনিয়াতে। সব মিলিয়ে স্থানীয় প্রশাসন আপাতত বিষয়টি নিয়ে তৎপর হয়েছে। এলাকার মানুষের আশা আগামী দিনে হয়তো তিনি বাড়ি পাবেন। তপশিলি জাতির এই ব্যক্তি পেশায় দিন মজুর। দীর্ঘ দিন ধরেই তার বাড়ি জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। জানা যায় বহু চেষ্টা করেও সেই বাড়ির সংস্কার করতে না পেরে তিনি দ্বারস্থ হয়েছিলেন প্রশাসনের ও গ্রাম পঞ্চায়েতের। আর তাতেও লাভ না হওয়ায় অবশেষে ওই ব্যক্তি বেগুনকোদর গ্রাম পঞ্চায়েতের বাইরে উলঙ্গ হয়ে প্রতিবাদ করেন যে তার ঘর পড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে কিন্তু পঞ্চায়েত তার কোন ব্যবস্থা করছে না। আর সেজন্যই নাকি তিনি একেবারে গ্রাম পঞ্চায়েত অফিসের বাইরে এভাবেই প্রতিবাদ করে বলেন এটা লেংটা পঞ্চায়েত তাই তিনি লেংটা হয়েই প্রতিবাদ করছেন। যদিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ওই ভিডিও র সত্যতা যাচাই করে নি আপনজন পত্রিকা। গোটা বিষয় নিয়ে জানতে বেগুনকোদর গ্রাম পঞ্চায়েতের প্রধান শনিচরণ সিং মুড়াকে ফোন করা হলে তিনি ফোন তোলেননি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct