আপনজন ডেস্ক: তুরস্কের পূর্বাঞ্চলীয় কয়েকটি শহরে ৫ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় শুক্রবার রাতে এ ভূকম্পন অনুভূত হয়। তুরস্কের বিপর্যয় ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএফএডি) জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার রাত ৯টা ২৮ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১৫ দশমিক ৫১ কিলোমিটার গভীরে।
দেশটির বিনজল, এরজুরুম, এরজিনকান, এলাজিগ ও দিয়ারবাকির প্রদেশে ভূমিকম্প অনুভূত হয়েছে। ডেইলি সাবাহ জানিয়েছে, এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি ও প্রাণহানির খবর পাওয়া যায়নি। এরপরও সেখানে অনুসন্ধান অভিযান চালানো হচ্ছে।
ভূমিকম্পের পর অন্তত পাঁচটি আফটারশক অনুভূত হয়েছে। এর মধ্যে সবচেয়ে শক্তিশালী কম্পনটির মাত্রা ছিল ২ দশমিক ৬। কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাল এখনও জানা যায়নি। তুরস্কে মাঝেমধ্যেই ভূমিকম্প হয়। ১৯৯৯ সালের দেশটির পশ্চিমাঞ্চলীয় ইজমিত শহরে এক ভয়াবহ ভূমিকম্পে প্রায় ১৭ হাজার মানুষ নিহত হয়েছিল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct