দেবাশিস পাল, মালদা: ভারতে অনুপ্রবেশকারী চিনা নাগরিক হান জুঁয়েকে নিজেদের হেফাজতে নিতে এবার মালদা আদালতে আবেদন জানাল উত্তরপ্রদেশ এটিএস। শনিবার উত্তরপ্রদেশ এটিএস-এর দুই আধিকারিক মালদা জেলা আদালতে ওই আবেদন জানাতে আসেন। প্রডাকশন ওয়ারেন্ট পেশ করে তারা হানকে নিজেদের হেফাজতে চান। জানা গেছে, হানের বিরুদ্ধে ইতিমধ্যেই লখনউ বিশেষ সিজেএম আদালতে ৪১৯, ৪২০,৪৬৭,৪৬৮,৪৭১, ১২০বি ধারায় একাধিক মামলা রয়েছে। আগামী ২ জুলাই লখনউ স্পেশাল সিজেএম আদালতে হানের শুনানি রয়েছে। ইউ পি এটিএস-এর মোস্ট ওয়ান্টেড তালিকায় আছে হান। লখনউয়ে তার বিরুদ্ধে প্রতারণা, ফেরেববাজি, অপরাধমূলক ষড়যন্ত্র এবং তথ্য প্রযুক্তিগত অপরাধের অভিযোগ রয়েছে। সূত্র মারফত জানা গেছে, ইউপি এটিএস, প্রডাকশন ওয়ারেন্ট প্রথমে মালদা জেলা সংশোধনাগারে দাখিল করেছে। সংশোধনাগার থেকে আদালতের অনুমতি নিয়ে তবেই তাকে ইউপি এটিএস-এর হাতে তুলে দেওয়া হবে। তবে হানের মতো আন্তর্জাতিক অভিযুক্তকে উত্তরপ্রদেশে পৌঁছে দেওয়ার জন্য রাজ্য পুলিশের সাহায্য নেওয়া হবে নাকি উত্তরপ্রদেশ পুলিশ নিজেই সেই ব্যবস্থা করবে তা এখনও স্থির হয়নি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct