আপনজন ডেস্ক: ১৯৯২ সালে এই দিনেই রূপকথা লিখেছিল ডেনমার্ক। হান্স ক্রিস্টিয়ান অ্যান্ডারসনের দেশ সেদিন লিখেছিল ফুটবল রূপকথা। সুইডেনের গোথেনবার্গে ইউরোর ফাইনালে ফুটবল পরাশক্তি জার্মানিকে হারিয়ে ইউরোপীয় ফুটবলের শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় তুলেছিল ডেনিশরা। ২৯ বছর পর আরেকটি ২৬ জুনে সেই ডেনমার্ক উঠে গেল আরেকটি ইউরোর কোয়ার্টার ফাইনালে। আমস্টারডামে শেষ ষোলোর ম্যাচে গ্যারেথ বেলের ওয়েলসকে ৪–০ গোলে হারিয়েছে ডেনিশরা।
এবার ডেনিশরা আরেকবার রূপকথা লিখতে পারবে কি না কে জানে! তবে আজকের ম্যাচটি দলটির ফরোয়ার্ড কাসপার ডোলবার্গের জন্য তো রূপকথাই ছিল। গ্রুপ পর্বে মাত্র ৩১ মিনিট খেলার সুযোগ পাওয়া নিস ফরোয়ার্ড যে আজ প্রথমবার প্রথম একাদশে সুযোগ পেয়েই জয়ের নায়ক। ডেনমার্কের দুটি গোলই ২৩ বছর বয়সী ডোলবার্গের। ২৭ মিনিটে ও ৪৮ মিনিটে গোল দুটি করেছেন ইউসুফ পুলসেনের চোটে প্রথম একাদশে সুযোগ পাওয়া ডোলবার্গ। ৮৮ মিনিটে ডেনমার্কের তৃতীয় গোলটি করেন ইওয়াকিম ম্যালে। যোগ করা সময়ে চতুর্থ গোলটি আসে মার্টিন ব্র্যাথওয়েটের কাছ থেকে কোয়ার্টার ফাইনালে ডোলবার্গের ডেনমার্ক খেলবে নেদারল্যান্ডস কিংবা চেক প্রজাতন্ত্রের বিপক্ষে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct