আপনজন ডেস্ক: রাজ্যে ভোট পরবর্তী হিংসা এবং দিল্লিতে কৃষক আন্দোলনের সমর্থনে গান্ধীমূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ কর্মসূচি করতে গিয়ে কলকাতা পুলিশের হাতে আটক হলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকী ও তার সমর্থকরা। একজন নির্বাচিত বিধায়ককে এভাবে আটক করায় সরব হন আইএসএফ সুপ্রিমো পীরজাদা আব্বাস সিদ্দিকী। তিনি বলেন, কেন্দ্রে বিজেপি সরকার কৃষক বিরোধী আইন করেছে। তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গান্ধি মূর্তির পাদদেশে ১৫-১৬জন গিয়েছিলৈন। কিন্তু তাদেরকে গ্রেফতার করেছে তৃণমূল সরকারের পুলিশ প্রশাসন। তাহলে কি তৃণমূল সরকার কৃষি বিরোধী আইনকে সমর্থন করতে চায়? সেই প্রশ্ন তোলেন। এই গ্রেফতারের পিছনে প্রকৃত উদ্দেশ্যে কি তা জানতে চান। আব্বাসের অভিযোগ, কৃষক আন্দোলকারীদের সমর্থনে গান্ধি মূর্তির নীচে প্রতিবাদে শামিল হতে না দিয়ে গণতন্ত্রকে হত্যা করেছে তৃণমূল কংগ্রেস বলে অভিযোগ করেন।
এদিন নওশাদ সিদ্দিকীদের আটক করা নিয়ে এক প্রেস বিবৃতি দেয় আইএসএফ। তাতে বলা হয়, দিল্লিতে কৃষক আন্দোলনকারীদের সমর্থনে ও রাজ্যে ভোট পরবর্তী হিংসার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে যখন আইএসএফ-এর সমর্থকরা গান্ধি মূর্তির পাদদেশের দিকে অগ্রসর হচ্ছিলেন তখন রাজ্য প্রশাসন তাদেরকে আটকায়। বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকীআইএসএফের সেক্রেটারি বিশ্বজিৎ মাইতি, রাজ্য ওয়ার্কিং কমিটির সদস্য লক্ষ্মী হাঁসদা, শামসুর মল্লিক, মইদুল ইসলামকে আটক করা হয়েছে। এর তীব্র নিন্দা জানাচ্ছি। মমতার নেতৃত্বাধীন রাজ্য সরকার গণতন্ত্রকে কোনও সম্মান জানাতে যে চায় না তা পুলিশি আচরণে পরিষ্কার বলে তারা অভিযোগ করেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct