আপনজন ডেস্ক: ভুয়ো ভ্যাকসিন কাণ্ড নিয়ে মানুষের মনে যে ধন্দ সৃষ্টি হয়েছে তা দূর করার আহ্বান জানালেন কলকাতা পুরসভার পুর প্রশাসক ফিরহাদ হাকিম। শনিবার ফিরহাদ হাকিম বলেন, এবার থেকে পুরসভার স্বাস্থ্যকেন্দ্র, সরকারি হাসপাতাল থেকে ভ্যাকসিন নিন। নির্দিষ্ট হাসপাতাল থেকে ভ্যাকসিন নিন। বাইরের কোনও জায়গা থেকে আক ভ্যাকসিন নেবেন না। এক জায়গায় প্রতারিত হয়েছেন মানে সব খারাপ নয়। ভ্যাকসিন নিন। মানুষের যে বিশ্বাস ভেঙে দেওয়া হয়েছে তা ফিরিয়ে আনতে হবে। আপনাদের কাছে হাতজোড় করে অনুরোধ করছি, ভ্যাকসিনের উপর বিশ্বাস রাখুন।
তবে, টিকা প্রতারণা কাণ্ডকে সহজ ভাবে নিতে চাইছেন না ফিরহাদ। এ ব্যাপারে দোষীদের বিরুদ্ধে এফআইআর হযেছে। পৌরসভার কোন কোন নথি জাল করা হয়েছে, সেসব খতিয়ে দেখা হচ্ছে। ব্যাঙ্ক কীভাবে অ্যাকাউন্ট খুলল, সেটাও খতিয়ে দেখা হবে।
তবে, ফিরহাদ এদিন দাবি করেন, কলকাতা পুরসভার কেউ এই ভুয়ো টিকাকাণ্ডের সঙ্গে জড়িত নয়। তাই বিভাগীয় তদন্ত হবে না। সিট গঠন হয়েছে। গোটা ঘটনা খতিয়ে দেখা হবে।
তালতলায় রবীন্দ্রমূর্তির ফলকে রাজ্যের নেতা-মন্ত্রীদের সঙ্গে দেবাঞ্জন দেবের নাম থাকা নিয়ে বিজেপি ও বিরোধী দল সমালোচনায় মুখর হওয়ায় শুক্রবার সেই ফলকটি তুলে ফেলা হয়। ওই ফলক প্রসঙ্গে ফিরহাদ বলেন, ওই ফলক লাগানোর কোনও ফলক লাগানোর অনুমতি পুরসভা দেয়নি। তিনিও ফলক অনুষ্ঠানে যাননি। এ িনয়ে ফিরহাদ সাফ জানান, সিট গঠন করা হয়েছে, দোষীরা শাস্তি পাবে। আমরা আমাদের মতো কাজ করব।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct