অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট: নবদিগন্ত নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠনের হাতে একটি অক্সিজেন সিলিন্ডার তুলে দিলেন ডিএসপি(হেডকোয়ার্টার) সোমনাথ ঝাঁ। শুক্রবার একটি কর্মসূচির মধ্যে দিয়ে দক্ষিণ দিনাজপুর জেলার অন্তর্গত হিলি’র এই স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের হাতে অক্সিজেন সিলিন্ডার তুলে দেওয়া হয়। যেখানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী অমূল্য রতন বিশ্বাস সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।
উল্লেখ্য, গতবছর লকডাউন এর সময় থেকেই নব দিগন্ত স্বেচ্ছাসেবী সংগঠন বিভিন্ন ভাবে অসহায় দু:স্থ মানুষের পাশে থাকার চেষ্টা করেছে। গতবছর লকডাউনে ৫১ দিন কমিউনিটি কিচেন চালানো, প্রতিদিন শতাধিক অভুক্ত শিশুদের মধ্যে রান্না করা খাবার পৌঁছে দেওয়া, আদিবাসী অধ্যুষিত গ্রামগুলোতে গিয়ে পাড়ায় পাড়ায় খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া, ব্লাড ব্যাংকের রক্ত সংকট থাকার কারণে বিভিন্ন সময় রক্তদান শিবির করা । এছাড়াও সাধারণ মানুষের মধ্যে করোনা মহামারী থেকে বাঁচতে সরকারি নির্দেশিকা পৌঁছে দেওয়া বিভিন্নভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে এই স্বেচ্ছাসেবী সংগঠন। এবিষয়ে নব-দিগন্ত নামক স্বেচ্ছাসেবী সংগঠনের তরফে অমিত সাহা জানান,
করোনা সংক্রমণে অক্সিজেনের অভাবে বিভিন্ন সময়ে অসংখ্য মানুষের প্রাণ চলে গিয়েছে। আপৎকালীন পরিস্থিতিতে হিলি ও হিলি সংলগ্ন বিভিন্ন অঞ্চলে নবদিগন্ত স্বেচ্ছাসেবী সংগঠন অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে। ডিএসপি স্যারের হাত থেকে অক্সিজেন সিলিন্ডার টি পেয়ে খুব ভালো লাগছে। এভাবেই আমরা আগামীতে অসহায় সাধারণ মানুষের জন্য তথা সমাজের জন্য কাজ করে যেতে চাই।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct