আপনজন ডেস্ক: কলকাতা হাইকোর্ট নারদ মামলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হলফনামা জমা নিতে না চাওয়ায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হযেছিলেন। সুপ্রিম কোর্টে অবশেষে মমমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটকের আর্জি মান্যতা পেল। শুক্রবার এই মামলায় সুপ্রিম কোর্ট কলকাতা হাইকার্টেকে নির্দেশ দিল রাজ্যের মুখ্যমন্ত্রী ও আইনমন্ত্রীর হলফনামা জমা নেওয়ার জন্য। আগামী ২৯ জুন কলকাতা হাইকোর্টে নারদমামলার ফের শুনানি রয়েছে। তার আগের দিন ২৮ জুনের মধ্যে মমতাকে হলফনামা জমা দিতে হবে আদালতে। ২৭ জুন হলফনামার আগাম কপি পাঠাতে হবে আদালতের সমস্ত পক্ষকে।
উল্লেখ্য, কলকাতা হাইকোর্টে নারদ মামলায় মুখ্যমন্ত্রী ও আইনমন্ত্রীকে পক্ষ করেছে সিবিআই। মুখ্যমন্ত্রীর তরফে গত ৯ জুন শুনানির সময় কলকাতা হাইকোর্টে হলফনামা জমা দিতে চেয়েছিলেন তার আইনজীবী রাকেশ দ্বিবেদী। কিন্তু হাইকোর্টের বেঞ্চ সেসময় জানায়, এক পক্ষের সওয়াল শেষে নতুন করে হলফনামা নিলে তার উপর ফের আলোচনা হবে। তাই সেই সময় মুখ্যমন্ত্রীর হলফনামা জমা নিতে অস্বীকার করা হয়। তারপর কলকাতা হাইকোর্টের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও মলয় ঘটক। সেই আবেদনের প্রেক্ষিতেই নারদ মামলায় মুখ্যমন্ত্রী এবং আইনমন্ত্রীর আবেদনকে মান্যতা দিল সুপ্রিম কোর্ট। নারদ মামলায় হলফনামা জমা না নেওয়া সংক্রান্ত মামলা ফের হাইকোর্টে ফেরত পাঠানো হল।
প্রসঙ্গত উল্লেখ্য, গত ১৭ মে নারদ মামলায় মন্ত্রী সুব্রত, ফিরহাদ হাকিম, তৃণমূল বিধায়ক মদন মিত্র ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে সিবিআই।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct