আপনজন ডেস্ক: আফগানিস্তান সরকারসহ বিভিন্ন মহলে দেশটি থেকে বিদেশি সেনা প্রত্যাহারের পর তালিবান ক্ষমতা দখল করবে এমন দুচিন্তা বাড়ছে। চিন্তা বাড়ার কারণ গত দুই মাসে তালিবান বাহিনী সামরিকভাবে ব্যাপক অগ্রসর হয়েছে। রাষ্ট্রসংঘের তথ্যানুসারে, আফগানিস্তানের চার শতাধিক জেলার মধ্যে তালিবান ইতোমধ্যে ৮০টির বেশি জেলা দখল করে নিয়েছে। প্রায় প্রতিদিনই সশস্ত্র গোষ্ঠীটির হাতে কোনো না কোনো এলাকা পতনের খবর আসছে। এসব বিবেচনায় নিয়ে আন্তর্জাতিক মহল ও বিশেষজ্ঞরা তালিবান কবেনাগাদ রাজধানী কাবুল দখল করতে পারে সেই হিসাব কষছে। বুধবার যুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বাহিনীর বরাতে জানিয়েছে, বিদেশি সেনা প্রত্যাহারের ৬ থেকে ১২ মাসের মধ্যে তালিবান আফগানিস্তানের রাজধানী কাবুল দখল করতে পারে। আর রাজধানী দখল করা মানে পুরো আফগানিস্তান দখল করা।
আফগানিস্তানের বিগত বছরগুলোর অভিজ্ঞতার আলোকে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, আফগান সরকারের অযোগ্য নেতৃত্ব, দুর্নীতি এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে নৃগোষ্ঠীগত বিভাজন তালিবানকে সুযোগ করে দিচ্ছে। তালিবানের ক্ষমতা দখল নির্ভর করছে আশরাফ গনি সরকারের টিকে থাকার ওপর। আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহারের মধ্যে তালিবানের প্রবল আক্রমণের মুখে আফগান সরকার, সেনাবাহিনী এবং দেশটির বাসিন্দারা যুক্তরাষ্ট্রের প্রতি ধীরে ধীরে সৈন্য প্রত্যাহার প্রত্যাশা করছে। কিন্তু যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এ বিষয়ে দ্বিধাদ্বন্দ্বে আছেন। হোয়াইট হাউসের প্রেস সচিব জেন সাকি জানান, আফগানিস্তান থেকে পেন্টাগন ধীরে ধীরে সেনা প্রত্যাহারের বিষয় ভাবছে। দেশটিতে তালিবানের সহিংসতা তাদের সেনাদের ওপর নয় বলেও মন্তব্য করেন তিনি। এর অর্থ আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার বন্ধ নাও হতে পারে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct