আপনজন ডেস্ক: উইন্ডোজ ১০ এর সমস্যা নিয়ে ব্যবহারকারীদের অভিযোগ ২০২০ সাল থেকেই শুরু হয়েছিল। এবার উইন্ডোজ ১০ ব্যবহারকারীদের বিনামূল্যে ১১ ভার্সনের আপডেট দেবে মাইক্রোসফট। বৃহস্পতিবারের ভার্চুয়াল ইভেন্টের পর এই তথ্য জানিয়েছে কোম্পানিটি।
উইন্ডোজ ১০-এর নতুন ভার্সনগুলো যেসব শর্তে আপডেট পেয়েছেন পিসিতে সেগুলো থাকলেই আপডেট পাওয়া যাবে।
আপনার পিসিতে আপডেট হবে কি না, সেটি জানতে Windows.com এ গিয়ে PC Health Check অ্যাপ ডাউনলোড করতে হবে।
মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা জানিয়েছেন, পরবর্তী প্রজন্মের উইন্ডোজ আপডেট হবে গত দশকের ‘অন্যতম গুরুত্বপূর্ণ’ অংশ।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেক রাডার জানিয়েছে, ২০২৫ সালের নির্ধারিত সময়ের পরও মাইক্রোসফট আপডেট নিতে থাকবে, যাতে নতুন অপারেটিং সিস্টেমে যেতে পারেন ব্যবহারকারীরা।
দীর্ঘদিন ধরে বেশ অস্বস্তিকর সময় পার করছিল উইন্ডোজ ১০ ব্যবহারকারীরা। ফোর্বস জানিয়েছে, একাধিক সমস্যার কারণে লাখ লাখ মানুষ এই অপারেটিং সিস্টেম থেকে মুখ ফিরিয়ে নিচ্ছিলেন।
উইন্ডোজ ‘১০ মে ২০২০ আপডেটে’ বেশি সমস্যা দেখা গেছে। অনেক গুরুত্বপূর্ণ ফিচার এই আপডেটে নষ্ট হয়েছে। তার মধ্যে একটি ছিল ‘ফ্রেশ স্টার্ট’। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা ডেটা না হারিয়ে উইন্ডোজ ১০ রি-ইনস্টল করতে পারেন। পিসিতে মারাত্মক সমস্যা থাকলে এই টুল বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এসব সমস্যা নিয়ে ব্যবহারকারীরা মাইক্রোসফটে গত কয়েক মাসে অনেক অভিযোগ করেছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct