আপনজন ডেস্ক: বিশ্বজুড়ে করোনার সংক্রমণ যেভাবে বাড়ছে, তাতে মাস্কের বিকল্প নেই বলে জানাচ্ছেন চিকিৎসকরা। একই সঙ্গে সংক্রমণ রোধে এই মাস্ক শতকরা ৯০ ভাগ সুরক্ষা দিতে পারে। সাম্প্রতিক সময়ে মাস্ক ব্যবহারে উদাসীনতা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে বলে সতর্ক করেছেন তারা। করোনার মধ্যেই নতুন আতঙ্ক ছড়িয়েছে মিউকরমাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাস। নতুন করে করোনা সংক্রমণ বাড়ায় সর্বাত্মক লকডাউন চলেছে। এ অবস্থায় স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে কোনও অবহেলা চলবে না। টিকা সংকট থাকায় শতভাগ মাস্ক পরার ব্যাপারে জোর দিয়েছেন বিশেষজ্ঞরা । মাস্ক পরার সার্বিক বিষয়ে সবাইকে পরামর্শ দিয়ে জাতীয় টেকনিক্যাল পরামর্শ কমিটির সদস্যসচিব প্রাক্তন রোগতত্ত্ব, রোগ-নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক ও স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, ‘করোনা প্রতিরোধে মাস্ক সরাসরি ভূমিকা পালন করলেও এটি আমাদের জন্য স্থায়ী সমাধান না। তবে নিজেদের সুরক্ষা নিশ্চিত করতে মাস্ক পরার কোনো বিকল্প নেই।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct