সঞ্জীব মল্লিক, বাঁকুড়া: বাঁকুড়া জেলার শালতোড়া বিধানসভার প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে চাকরির নামে টাকা তোলা সহ একাধিক দূর্নীতির অভিযোগ তুলে তাঁকে বেইমান আখ্যা দিয়ে পোস্টার পড়ল বাঁকুড়ার দুর্লভপুরে। পোস্টারে প্রাক্তন বিধায়কের সম্পত্তির তদন্তেরও দাবি জানানো হয়েছে। বৃহস্পতিবার সকালে শালতোড়া বিধানসভার তৃনমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী ও সমর্থকবৃন্দের নামে ছাপানো পোস্টার গুলি নজরে আসে শালতোড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত দুর্লভপুর মোড় ও সংলগ্ন এলাকার মানুষের। পোস্টারগুলি চোখে পড়তেই এলাকায় শুরু হয় চাঞ্চল্য। অভিযুক্ত তৃণমূল কংগ্রেসের বিধায়ক তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। এবিষয়ে প্রাক্তন বিধায়ক স্বপন বাউরির বক্তব্য, কোনো অভিযোগ থাকলে তা দলের দলীয় নেতৃত্বকে জানানো যেত। এভাবে রাতের অন্ধকারে পোস্টার দিয়ে দলের ভাবমূর্তিকে নষ্ট করার চেষ্টা চলছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct