সঞ্জীব মল্লিক, বাঁকুড়া: একশো দিনের কাজ প্রকল্প খতিয়ে দেখতে এসে তালডাংরায় সরকারী কৃষি খামার, পাঁচমুড়া টেরাকোটা শিল্প, তাঁতশিল্প ও স্থানীয় ফুলমতি গ্রাম পঞ্চায়েতের দক্ষিণশোল গ্রাম ঘুরে দেখলেন বাঁকুড়ার জেলাশাসক কে.রাধিকা আইয়ার। সঙ্গে ছিলেন তালডাংরার বিডিও সৌরভ মজুমদার ও পঞ্চায়েত সমিতির সভাপতি অনসূয়া রায়। এদিন তিনি তালডাংরায় সরকারী কৃষি খামার ঘুরে দেখার পাশাপাশি সেখানকার কর্মী আধিকারিকদের সঙ্গে কথা বলেন। পরে পাঁচমুড়ায় পৌঁছে টেরাকোটা ও তাঁত শিল্পের সঙ্গে যুক্ত মানুষদের সঙ্গেও কথা বলেন। তাদের সুবিধা অসুবিধা সম্পর্কেও খোঁজ খবর নেন তিনি। একই সঙ্গে ফুলমতি গ্রাম পঞ্চায়েতে দক্ষিণশোল গ্রামে প্রস্তাবিত আঙ্গুর চাষের জায়গাটিও পরিদর্শণ করেন জেলাশাসক কে.রাধিকা আইয়ার।
পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলাশাসক বলেন, পাঁচমুড়ার শিল্পীদের আলো ও পথ আলোর ব্যবস্থা করতে হবে। এখানকার কাজ দেখতে আসা ছাত্র ছাত্রীদের থাকার জন্য হোষ্টেলের প্রয়োজন রয়েছে। তিনি জানান, একই সঙ্গে প্যাকেজিং সমস্যার সমাধানের জন্য ইণ্ডিয়ান ইনস্টিটিউ অব প্যাকেজিংয়ের সঙ্গেও কথা বলা হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct