আপনজন ডেস্ক: গোলাপী ঠোঁট কে না চায়। বাস্তবে সে সাধ মেটেনা অনেকেরই। কারণ, ঠোঁটের রঙ বংশগত কারণেও কালচে হয়ে থাকে। এছাড়াও অনিয়ন্ত্রিত জীবনযাপন, সূর্যের ক্ষতিকর রশ্মি, ধূমপান, অ্যালার্জি, অতিরিক্ত ক্যাফেইন গ্রহণ, হরমোনের সমস্যা ইত্যাদি কারণেও ঠোঁটের রং কালচে হয়ে যায়। এ সব সমস্যা দূর করে গোলাপী ঠোঁট পাওয়া সম্ভব। তাহলে জেনে নিন গোলাপী ঠোঁট পেতে কিছু ঘরোয়া উপায়। মধু এবং চিনির স্ক্রাব দারুণ কাজ করে। চিনি প্রাকৃতিক এক্সফলিয়েটর হিসেবে কাজ করে। ত্বকের উপর জমে থাকা মৃত কোষ দূর করে ঠোঁটের রং হালকা করতে সাহায্য করে। আর মধু ঠোঁটের নমনীয়তা বজায় রাখে। এটি ঠোঁটের কালচেভাব দূর করে এবং ঠোঁটে গোলাপিআভা যুক্ত করে। প্রথমে ১ টেবিল চামচ চিনির সাথে ১ টেবিল চামচ মধু মিশ্রিত করুন। এরপর মিশ্রণটি ঠোঁটে হালকাভাবে ম্যাসাজ করুন। ১০-১৫ রেখে নরমাল ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। গোলাপী ঠোঁটের জন্য সপ্তাহে ২ থেকে তিন দিন এই স্ক্রাবটির ব্যবহার পুনরাবৃত্তি করুন। এছাড়া লেবু ও পুদিনা পাতা ব্যবহার করতে পারেন। প্রাকৃতিক ব্লিচিং উপাদান হিসেবে পরিচিত লেবু। তাই ঠোঁটের কালচেভাব দূর করতেও লেবু দারুণ কার্যকর। শুকনো ঠোঁটকে বিদায় জানিয়ে নরম, হাইড্রেটেড এবং গোলাপী ঠোঁট পেতে সাহায্য করবে পুদিনা পাতা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct