আপনজন ডেস্ক: বীরভূমের নলহাটি থেকে মোড়গ্রাম পর্যন্ত জাতীয় সড়ক এনএইচ-১৪ নিয়ে আমরা বাংলা সংস্কৃতি মঞ্চ কিছুদিন ধরে কেন্দ্রীয় ও রাজ্যের বিভিন্ন প্রশাসনিক দপ্তরের বিভিন্ন জায়গায় অভিযোগ করি। সামান্য হলেও একটি স্বস্তির খবর সকলকে জানাই। আমাদের এই ক্ষুদ্র প্রয়াস-এর ফলে ওই রাস্তার গর্ত গুলি ভরাট করার কাজ শুরু হয়েছে। যার জন্য আমরা প্রশাসনকে ও সাংবাদিক বন্ধুদের ধন্যবাদ জানাই। তবে এই যে কাজ হচ্ছে এটি একটি সাময়িক স্বস্তি মাত্র, দীর্ঘকালীন সমাধান নয়। এই মেরামতি কিছুদিনের মধ্যেই আবার নষ্ট হয়ে যাবে এটা সকলেরই জানা। তাই বীরভূম, মুর্শিদাবাদ, মালদা ও সমস্ত পশ্চিমবঙ্গের মানুষ যারা এই রাস্তার উপর দিয়ে নিয়মিত যাতায়াত করেন তাদের যন্ত্রণার আমরা স্থায়ীরূপে অবসান চাই। তার জন্য দরকার শক্তপোক্ত ভাবে রাস্তা তৈরি, ওভারলোডিং বন্ধ প্রভৃতি। প্রশাসনের কাছে আমাদের দাবি, বর্ষা চলে যাওয়ার পর যেন রাস্তার স্থায়ীভাবে মেরামতির কাজ শুরু করা হয়। না হলে আমরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct