রাকিবুল ইসলাম, বহরমপুর: ২১শের বিধানসভা নির্বাচনের আগে মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি সহ একাধিক সদস্য ও কর্মাধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ ওঠে দলবিরোধী কার্যকলাপের। নির্বাচনের সময় যে বা যারা দলবিরোধী কার্যকলাপ করেছে তাদের দলে নেওয়া হবে না এই বিষয়ে বৈঠক করলেন জেলা পরিষদের প্রায় ৫০জন তৃণমূল কর্মাধ্যক্ষ ও সদস্য। মঙ্গলবার জেলাপরিষদে এই বৈঠক করা হয়। উপস্থিত ছিলেন কৃষি কর্মাধ্যক্ষ শাহানাজ বেগম, দলনেতা মহম্মদ তোজিমুদ্দিন সহ একাধিক কর্মাধ্যক্ষ ও সদস্যরা। মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি, সহ সভাধিপতি সহ প্রায় ১২জন সদস্য প্রকাশ্যেই তৃণমূলের বিরোধীতা করে ও অন্য দলে যোগদান করে।এই অবস্থায় আবার অনেকেই দলে ফিরতে জেলার নেতৃত্ব ও রাজ্য নেতৃত্বের দ্বারস্থ হচ্ছেন। তাদের বিরুদ্ধে অভিযোগ তুলে সকলে একমত হয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বলে জানালেন জেলা পরিষদ দলনেতা তোজিমুদ্দিন খান বলেন ভোটের সময় আমাদের সঙ্গে বেঈমানী করেছে, যারা তৃণমূল থেকে অন্য দলে চলে গিয়েছে তাদেরকে তৃণমূল কংগ্রেসে ফেরানো না হয় সেই জন্যেই আমাদের এই বৈঠক।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct