আপনজন ডেস্ক: বিধানসভা নির্বাচনের সময় তৃণমূল কংগ্রেস রাজ্যের মানুষের উন্নয়নে নির্বাচনী ইস্তেহারে বেশ কিছু প্রতিশ্রুতি দিয়েছিল। সেই প্রতিশ্রুতি এখন ক্রমে ক্রমে বাস্তবায়িত করতে চলেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী প্রচারের মানুষকে যে কথা দিয়েছিলেন, এখন তা করে দেখাতে শুরু করেছেন। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী নবান্নে ঘোষণা করলেন, রাজ্যের পড়ুয়াদের যাতে উচ্চ শিক্ষার ক্ষেত্রে কোনও প্রতিবন্ধকতার মুখে পড়তে না হয় তার জন্য ৩০ জুন থেকে চালু হচ্ছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড। নির্বাচনী ইস্তেহারে পড়ুয়াদের জন্য স্টুডেন্ট ক্রেডিট কার্ড আনার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তা বাস্তবে পরিণত হতে চলেছে। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠক করে রাজ্যের নতুন প্রকল্প চালু করার কথা ঘোষণা করলেন মমতা। স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প চালু হলে এর উচ্চশিক্ষায় আগ্রহী ছাত্রছাত্রীরা বিভিন্ন আর্থিক সুযোগ-সুবিধা পাবে।
স্টুডেন্ট ক্রেডিট কার্ডের ঘোষণা করে মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলনে বলেন, রাজ্যে ছাত্র-ছাত্রীদের পড়াশুনার সুবিধার জন্য একাধিক প্রকল্প রয়েছে। কন্যাশ্রী, ঐক্যশ্রী, স্বামী বিবেকানন্দ মেরিট, শিক্ষাশ্রী ইত্যাদি। এবার এগুলির সঙ্গে চালু করা হচ্ছে ১০ লক্ষ টাকার স্টুডেন্টস ক্রেডিট কার্ড। পশ্চিমবঙ্গ সরকার এর গ্যারান্টার হবে। ছাত্র-ছাত্রীরা আমাদের গর্ব। তাদের শিক্ষা দেওয়ার জন্য নিজের পায়ে দাঁড় করানোর জন্য বাবা-মাকে আর চিন্তা করতে হবে না। ঘরবাড়ি বিক্রি করে দিতে হবে না। রাজ্য সরকার তাদের পাশে থাকবে।
এই স্টুডেন্টস ক্রেডিট কার্ড প্রকল্পের এদিন সিলমোহর দেওয়া হয় রাজ্য মন্ত্রিসভায়।
এই স্টুডেন্টস ক্রেডিট কার্ড প্রকল্পের মাধ্যমে স্নাতক, স্নাতকোত্তর, পেশাভিত্তিক কোর্স, ডিপ্লোমা কোর্স, ডক্টরেট, পোস্ট ডক্টরেট-সহ অন্যান্য উচ্চশিক্ষার সমস্ত খরচের জন্য বরাদ্দ টাকা ব্যবহার করতে পারবে পড়ুয়ারা। তবে, পশ্চিমবঙ্গের বাসিন্দারা সহ যারা এ রাজ্যে কমপক্ষে ১০ বছর বসবাস করছে তারাই শুধু পাবে এই সুযোগ।
অন্যদিকে, এদিন ফের কোভ্যাকসিনের সার্টিফিকেট নিয়ে এদিন ফের সরব হন মুখ্যমন্ত্রী। তিনি জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছেন তিনি। তাতে বলা হয়েছে প্রধানমন্ত্রী যেন বিষয়টি হস্তক্ষেপ করেন যাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু কোভ্যাকসিনের সার্টিফিকেটকে মান্যতা দেয়। নচেৎ, বিদেশে পড়দত যেতে চাওয়া পড়ুয়ারা ব্যাপক সসমস্যায় পড়বে। কোভ্যাকসিনের ডোজ নেওয়া থাকলেও হু মান্যতা না দেওয়ায় বিদেশে পড়ার সুযোগ মিলছে না পড়ুয়াদের।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct