রাকিবুল ইসলাম, বহরমপুর: করোনাকে বুড়ো আঙুল, দূরত্ব বিধি না মেনেই ভ্যাকসিন নিতে ব্যস্ত হরিহরপাড়ায়। সামাজিক দূরত্ব না মেনেই ভ্যকসিন দেওয়ার কাজ চলছে স্বাস্থ্য কেন্দ্রে। এমনই অসচেতনতার ছবি ধরা পড়ল মুর্শিদাবাদের হরিহরপাড়ায়। সোমবার ১৮ থেকে ৪৪ বয়সীদের কোভিড শিল্ড ভ্যাকসিন দেওয়ার কথা ঘোষনা করেন রাজ্য সরকার।
মঙ্গলবার জেলা স্বাস্থ্য দপ্তরের নির্দেশে মুর্শিদাবাদের বিভিন্ন ব্লক স্বাস্থ্যকেন্দ্র গুলিতে করোনা ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হয়। পাশাপশি এদিন হরিহরপাড়া ব্লক স্বাস্থ্যকেন্দ্রেও দেওয়া হয় কোভিড শিল্ড ভ্যাকসিন। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা আগেই জানিয়ে দিয়েছিলেন; করোনা ঠেকাতে শুধু মাস্ক পরায় যথেষ্ট নয় মানতে হবে সামাজিক দূরত্ব বিধিও৷ কিন্তু সেই কথার পরোয়া না করেই লাইনে গাদাগাদি করে ভ্যাকসিন নিতে ব্যস্ত উপভোক্তারা। অনেকেই আবার মাস্ক ছাড়াই দেখা গেল। নিশ্বাসের অসুবিধা আছে বলেই এড়িয়ে যান উপভোক্তা দিপালী ঘোষ।
স্বাস্থ্যকেন্দ্র প্রাঙ্গনে ভ্যাকসিন নেওয়ার জন্য গিজ গিজ করছে ভিড়। এক জনের ঘাড়ের ওপর নিশ্বাস ফেলছে অন্য জন, এমনই ছবি দেখা গেল হরিহরপাড়া ব্লক স্বাস্থ্য কেন্দ্রে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct