মনিরুজ্জামান, দেগঙ্গা: গত ১৭ জুন বৃহস্পতিবার নবান্ন সভাঘর থেকে কৃষকবন্ধুর নতুন প্রকল্প শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সর্বোচ্চ দশ হাজার ও সর্বনিম্ন চার হাজার টাকা পাবেন কৃষকরা। দেগঙ্গা ব্লকে কৃষকবন্ধু প্রকল্পে নথিভুক্ত কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা না ঢোকায় সমস্যায় পড়েন তারা। দেগঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি মফিদুল হক সাহাজি বলেন, কৃষকবন্ধু প্রকল্পে কিছু কৃষকের কাগজপত্রে সমস্যা আছে সেটা সমাধান করার জন্য সহ কৃষি অধিকর্তাকে বলা হয়েছে। দেগঙ্গা ব্লক সহ কৃষি অধিকর্তা ডঃ গৌতম সামুই বলেন, দেগঙ্গা ব্লকে কৃষকবন্ধু প্রকল্পে ৩৫৫৬ জন এমন কৃষক আছেন যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টজনিত সমস্যার কারণে টাকা ক্রেডিট করা যাচ্ছে না। শুক্রবার পর্যন্ত সময় দেওয়া হয়েছে।
তারমধ্যে সংশ্লিষ্ট অফিসে এসে এরা কাগজপত্র জমা করতে পারবেন।দূরবর্তী চারটি পঞ্চায়েত যেমন কলসুর, চাকলা,চৌরাশি এবং সোহাই শ্বেতপুর পঞ্চায়েত অফিসে কাগজপত্র জমা নেওয়ার জন্য লোক থাকছেন।কৃষকবন্ধু প্রকল্পে নথিভুক্ত হয়েও যেসব কৃষক টাকা পাচ্ছিলেন না তারা এই সমাধানে খুশি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct