আজিজুর রহমান, গলসি: সরকারি নিয়মকে তোয়াক্কা না করে গলসির গোহগ্রাম এলাকায় দামোদর নদী থেকে বালি চুরি করে মজুত করছেন কিছু অসাধু ব্যবসায়ীরা। এলাকার তিনটি জায়গায় দেদারে চলছে সেই কাজ। যা নিয়ে নদী আশেপাশের মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রশাশনের নজর এড়িয়ে বাঁকুড়া মৌজার বালি ডাম্পার দিয়ে মজুত হচ্ছে নদীর পার্শ্ববর্তী গলসি এলাকায়। বর্ষাকাল শুরু হওয়ায় সকল বৈধ্য বালিঘাট বন্ধ হয়েছে কিছুদিন পূর্বে। তারপরও রাতদিন এক করে রমরমিয়ে চলছে ওই কারবার। বাজার বালির চাহিদা থাকায় রাতারাতি দামদরের নদের পাড়ে মেশিন ও নেট লাগিয়ে সেই বালি চুরি করে মজুত করা হচ্ছে বলে অভিযোগ। স্থানীয়দের থেকে জানা গেছে, গলসির গোহগ্রাম ও পুরাতনগ্রামের পাশে বাঁকুড়া জেলার পাত্রসায়ের থানার শালখাড়া মৌজায় চলছে ওই অসাধু চক্র। তারা বলেন, বাঁকুড়া মৌজা থেকে ওই বালি তুলে ডাম্পর লড়ি করে নদের বাঁধের ধারে বিভিন্ন জায়গায় দফায় দফায় মজুত করেছে এলাকার তিনজন অসাধু ব্যবসায়ী। তারা বলেন, পরে সেই মজুতের দুএকটির পরিমান মাপযোগ করে জরিমানা ধার্য করে ভুমিদপ্তর। এর ফলে অবৈধ ভাবে মজুত সব বালি বৈধ্য চালান পেয়ে যায়। এখানেই আইনি ফাঁকে রমরমিয়ে মুনাফা কামিয়ে নেয় স্থানীয় কিছু অসাধু বালি মাফিয়া। আর তাদের চালান দিয়ে প্রতক্ষ বা পরক্ষো ভাবে মদত যোগায় কিছু বৈধ্য ঘাট মালিক। আর এতেই সরকারী কোটি কোটি টাকার রাজস্বে ফাঁকি পরছে। এই ভাবেই দিনের পর দিন এলাকায় অবৈধ্য বালি ঘাটের সংখ্যা বেড়ে যাচ্ছে। যেখানে সেখানে রাস্তা তৈরী করে বালি উত্তোলন করছে ওই সকল অসাধু ব্যবসায়ীরা। জানা গেছে, গত ১৭ ই জুন দামোদর নদ থেকে বর্ষাকালে বালি উত্তোলন বন্ধের নির্দেশিকা জারি করছে পূর্ব বর্ধমান জেলা প্রশাসন। যা পরবর্তী নির্দেশ জারি না হওয়া আগে অবদি কার্যকর থাকবে। ভারত সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের বালি মাইনিং ম্যানেজমেন্ট গাইডলাইনস, ২০১৬ অনুসারে এবং ইসির শর্ত অনুযায়ী বর্ষাকালে নদী থেকে বালি উত্তোলন সম্পূর্ণ নিষিদ্ধ। ১৫ ই জুন থেকে ওই নির্দেশ কার্যকর হয়ে থাকে। তাছাড়া, সমস্ত বৈধ বালি ঘাট মালিকদের নদী থেকে অস্থায়ী কাঠের সেতু সরিয়ে নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন দামোদর ক্যানেল ডিভিশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার। তারপরও দামদর থেকে বালি চুরি করে মজুত করা হচ্ছে বলে বলে জানা গেছে। ওই বিষয়ে জেলা ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিক ঋদ্ধি ব্যানার্জি বলেন, অবিলম্বে গোহগ্রাম এলাকার দামোদর নদের এই সমস্ত জায়গায় অভিযান চালানো হবে। কোনোভাবেই নদী থেকে বালি তোলা বা মজুদ করা বরদাস্ত করা হবে না। এই কারবারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct