মঞ্জুর মোল্লা, নদিয়া: অভিমান ভুলে, ঘরে ফিরলেন বাগআঁচড়া পঞ্চায়েতের প্রধান উপপ্রধান। শান্তিপুর বাগআঁচরা পঞ্চায়েতের খোদ প্রধান উপপ্রধান দু মাসের মধ্যেই তৃণমূলে থেকে বিজেপিতে এবং বিজেপি থেকে প্রত্যাগমন আবারো তৃণমূলে। নদিয়ার ধুবুলিয়া ব্লকে কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের হাত থেকে দলীয় পতাকা নিয়ে ঘরে ফিরলেন তারা। তাদের ঘরে ফেরাতে উদ্যোগী হতে দেখা যায় জেলা তৃণমূল কংগ্রেস কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য সাধন ঘোষ শহর তৃণমূল কংগ্রেস সভাপতি অরবিন্দ মৈত্রকে। সাধন ঘোষ জানান ১৩ টি সদস্যের বাগআঁচড়া পঞ্চায়েতের তিনজন নির্দল নির্দল, তিনজন বিজেপি এবং সাত জন তৃণমূল টিকিটে জয়ী হয়েছিলেন তাই পঞ্চায়েতের উপর কোন প্রভাবই পড়েনি।তবে রাজনীতিতে অভিমান হতেই পারে তাই বলে অন্য দলে যাওয়া আমি সমর্থন করি না ভুল বুঝে ফিরে এসেছে স্বাগত জানাই। নদীয়ার দক্ষিণ সাংগঠনিক বিজেপির জেলা সভাপতির পদ থেকে পদত্যাগ করলেন অশোক চক্রবর্তী। তাহলে কি শাসকদলের যোগ সেটাই এখন প্রশ্ন।তিনি দক্ষিণ সাংগঠনিক সভাপতি হওয়ার পর থেকেই ওই জেলাতে বিজেপি কিছুটা শক্তি বৃদ্ধি করে। যখন গোটা রাজ্য জুড়ে বিজেপি বিভিন্ন জায়গায় পড়ছে সেখানে নদিয়াতে সভাপতির পদত্যাগ ঘিরে রীতিমতো জল্পনা তৈরি হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct