আপনজনে ডেস্ক: জিমি নিশামের ছোট্ট এক টুইটেই টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সব মাহাত্ম্য উঠে এসেছিল। টেস্টের ষষ্ঠ দিনের প্রথম সেশনের খেলা শেষ হয়েছে একটু আগেই। নিউজিল্যান্ডের অলরাউন্ডারের টুইট, ‘মজার ব্যাপার, ভারত যদি এখন কিছু উইকেট হারায়, তাহলে শুধু নিউজিল্যান্ডের জয়ের সম্ভাবনাই বাড়বে না, ভারতেরও বাড়বে।’
ভারত মধ্যাহ্নবিরতিতে গিয়েছিল ৫ উইকেটে ১৩০ রান তুলে। প্রথম ইনিংসের ঘাটতি পুষিয়ে নিয়ে ততক্ষণে ভারত এগিয়ে আছে ৯৮ রানে। টেস্টের শেষ দিনের দুই সেশন মাত্র বাকি। ভারতকে ম্যাচ জিততে হলে আরও ১৫ উইকেটের পতন দেখতে হবে এই সময়ে। তবু এ ম্যাচে সম্ভাব্য চারটি ফলই হওয়ার সম্ভাবনা ছিল। তখন পর্যন্ত ড্র হওয়ার সম্ভাবনাই বেশি ছিল। কিন্তু দুই দলের যেকোনো একজনের জয়ী হওয়া কিংবা টাই হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়ার উপায় ছিল না। শেষ দুই সেশন অনেক নাটকই দেখাল। শুরুতে ভারতের ধস দেখল সাউদাম্পটন। একটু পরই নিউজিল্যান্ডের সমর্থকদের মুখও অন্ধকার হয়ে উঠল। কিন্তু শেষমেশ নাটকের শেষ দিকটা পানসে করে তুলল নিউজিল্যান্ড। দারুণ পেশাদারির সঙ্গে প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ৮ উইকেটে জিতে নিল কিউইরা। টেস্টে এখন আনুষ্ঠানিকভাবেই সেরা দল নিউজিল্যান্ড।
টেস্টের জনপ্রিয়তা বাড়ানোর জন্য ও দ্বিপক্ষীয় সিরিজের গুরুত্ব বাড়ানোর জন্য দুই বছর মেয়াদি টেস্ট চ্যাম্পিয়নশিপের আয়োজন করেছে আইসিসি। পয়েন্ট পদ্ধতিতে দুই বছরের দৌড়ে সবার শীর্ষে থাকা দুই দল বেশ আয়োজন করেই মুখোমুখি হয়েছিল ফাইনালে। সবার প্রচণ্ড আগ্রহে আক্ষরিক অর্থে জল ঢেলে দিয়েছিল প্রকৃতি। বৃষ্টি–বাধায় প্রায় প্রতিদিনই খেলা বিঘ্নিত হয়েছে। প্রথম ও চতুর্থ দিনের পুরোটা তো বৃষ্টিই কেড়ে নিয়েছে। শুধু ফাইনালের জন্য একটি রিজার্ভ ডে রেখে ষষ্ঠ দিন করার নিয়মটাও কাজে আসবে না বলে মনে হচ্ছিল। তবু শেষ দিনের শুরুটা হয়েছিল জমজমাট এক ফাইনালের পূর্বাভাস নিয়েই। সাউদাম্পটনের উইকেটে যখনই খেলার সুযোগ মিলেছে, তখনই ব্যাটসম্যানরা পরীক্ষা দিয়েছেন। ২ উইকেটে ৬৪ রান নিয়ে শেষ দিন শুরু করেছিল ভারত। কিন্তু কাইল জেমিসনের দারুণ দুই বল মুহূর্তে ৪ উইকেটে ৭২ করে দেয় ভারতকে। বিরাট কোহলি (১৩) ও চেতেশ্বর পূজারার (১৫) পর মধ্যাহ্নবিরতির আগেই অজিঙ্কা রাহানেকেও (১৫) হারায় র্যাঙ্কিংয়ের দুইয়ে থাকা দলটি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct