আপনজনে ডেস্ক: ফুটবলপ্রেমীদের জন্য কী একটা রাতই না কেটেছে আজ! পর্তুগাল, নাকি জার্মানি-কোন দল উঠবে এবারের ইউরোর শেষ ষৈালোতে। এই রোমাঞ্চ নিয়েই দুই মাঠে শুরু হয় দুটি ম্যাচ। হাঙ্গেরির বুদাপেস্টে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের মুখোমুখি হয় ইউরোর বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগাল। আর মিউনিখে হাঙ্গেরিকে আতিথ্য দেয় জার্মানি। রাত জেগে টেলিভিশনে যারা খেলা দেখেছেন, বারবারই চাপতে হয়েছে রিমোর্টের বোতাম! এক মাঠে পর্তুগাল এগিয়ে গেল তো অন্য মাঠে পিছিয়ে পড়েছে জার্মানি। আবার পর্তুগালের বিপক্ষে ফ্রান্সের সমতায় ফেরার মতো মিউনিখে সমতায় ফিরেছে জার্মানি। এমন রোমাঞ্চকর রাতের শেষ হয়েছে অবশ্য জার্মানি ও পর্তুগাল দুই দলেই শেষ ষোলোতে ওঠা দিয়ে।
ক্রিস্টিয়ানো রোনান্ডোর জোড়া গোলে ফ্রান্সের সঙ্গে ২-২ গোলের ড্র করে পর্তুগাল শেষ ষোলোতে উঠেছে সেরা তৃতীয় চার দলের একটি হয়ে। অন্যদিকে হাঙ্গেরির সঙ্গে ২-২ গোলের ড্র করে জার্মানি শেষ ষোলোতে উঠেছে গ্রুপ রানার্সআপ হয়ে। এবারের ইউরোর মৃত্যুকূপ থেকে ছিটকে পড়েছে হাঙ্গেরি।
ফ্রান্স-পর্তুগাল ম্যাচে ছিল টানটান উত্তেজনা। দুটি পেনাল্টি থেকে গোল করেন রোনান্ডো। আর এই দুই গোলে তিনি ছুঁয়ে ফেলেছৈন আন্তর্জাতিক ফুটবলৈ সবচেয়ে বেশি গোল করা আলী দাইয়ির রেকর্ড। জাতীয় দলের হয়ে ইরানের দাইয়ি ও পর্তুগালের রোনান্ডো; দুজনের গোলই এখন ১০৯টি করে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct