আপনজন ডেস্ক: করোনা প্রতিষেধক হিসেবে কেন্দ্রীয় সরকার বিভিন্ন রাজ্যের বাসিন্দাদের বিনামূল্যে দিচ্ছে করোনা ভ্যাকসিন কোভ্যাকসিন। এই ভ্যাকসিন নিয়ে এদেশের বহু পড়ুয়া বিদেশে পাড়ি দিতে চাইলেও কোভ্যাক্সিন এখনও হু স্বীকৃত নয়। তাই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।
রাজ্যে করোনা নিয়ন্ত্রণ প্রসঙ্গে গিয়ে এ ব্যাপারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার নবান্নে বলেন, জুলাই মাসের মধ্যে ৭০ লাখ ভ্যাকসিন দেবো আমরা। তৃতীয় ওয়েভকে গুরুত্ব দেওয়া হচ্ছে। ওই ওয়েভে শিশুরা আক্রান্ত হতে পরে বলে আশঙ্কা রয়েছে। ফলে বাচ্চার মায়েদের টিকাকরণ করা হবে। অনেকে বেসরকারিতে কোভ্যাক্সিন নিচ্ছেন। এটা কিন্তু স্বীকৃতিপ্রাপ্ত নয়। যেসব পড়ুয়ারা এই ভ্যাকসিন নিয়েছে, তারা বাইরের দেশে গিয়ে বিপদে পড়ছেন। আর এ দেশ থেকে বিদেশে যেত চাইলেও তারা যেতে পারছে না। তাই কোভ্যাক্সিনকে দ্রুত স্বীকৃতি দেওয়া হোক কিংবা এর বিকল্প কিছু করা হোক। বুধবার নবান্নে করোনা সংক্রমণের গতি রাজ্যে কমে যাওয়া ও করোনা ভ্যাকসিন প্রদান নিয়ে বলতে গিয়ে মমতা আর বলেন, রাজ্যে প্রতিদিন চার লক্ষ করোনা দেওয়া শুরু হচ্ছে। এখনও পর্যন্ত ৩৩ লক্ষ সুপার স্প্রেডার-সহ দু’কোটি মানুষকে টিকা দেওয়া হয়েছে। তবে, কেন্দ্রে টিকা সরবরাহ নিয়ে এদনিও সরব হন মমতা। তিনি বলেন, আমরা কেন্দ্রের থেকে ৩ কোটি ডোজ চেয়েছিলাম। দু’কোটি আমরা নিতাম, এক কোটি বেসরকারি হাসপাতালকে দিতাম। কিন্তু কেন্দ্র পর্যাপ্ত টিকা পাঠায়নি। মুখ্যমন্ত্রী আরও জানান, রাজ্যজুড়ে অগ্রাধিকার ভিত্তিতে ১২ বছর পর্যন্ত শিশুদের মায়েরা টিকা দেওয়া হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct