বাবলু প্রামাণিক, সোনারপুর: স্টাফ স্পেশাল ট্রেনে ওঠা ও অবিলম্বে লোকাল ট্রেন চালুর দাবিতে সোনারপুর স্টেশনে বিক্ষোভ, অবরোধের জেরে বন্ধ রইল ট্রেন চলাচল। বিক্ষোভকারীদের মধ্যে কলকাতায় জীবিকার সন্ধানে যাওয়া পরিচারিকা ও শ্রমিকরা, সাধারণ মানুষরা রয়েছেন। এর জেরে আপ, ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় সকাল ৭-৩০ থেকে। অনেকে ট্রেন লাইনে বসে পড়ে। কেউবা ট্রেনের উপর উঠে গিয়ে বিক্ষোভ দেখায়। এর জেরে দক্ষিণ শাখার বারুইপুর সহ অন্যান্য স্টেশনে ট্রেন দাঁড়িয়ে পড়ে। এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে যায় সোনারপুর জি আর পি, আর পি এফ পুলিস সহ রেলের উচ্চ পদস্থ আধিকারিকরা। দীর্ঘ চার ঘন্টার পর রেল পুলিসের সঙ্গে আলোচনায় আশ্বাস পাওয়া গেলে অবরোধ তুলে নেওয়া হয়। অবরোধকারীদের বক্তব্য, স্টাফ স্পেশাল ট্রেনে শুধু রেলের স্টাফ, স্বাস্থ্যকর্মীরা নয় সাধারন মানুষদের উঠতে দিতে হবে। ট্রেনের সংখ্যা বাড়াতে হবে, নতুবা লোকাল ট্রেন অবিলম্বে চালু করতে হবে। এমনিতেই ট্রেনে ভিড় বাড়ছে, রুজি রোজগারের প্রয়োজনে ট্রেন ধরতে গিয়ে অনেকেই ভিড়ের চাপে পড়ে যাচ্ছে ট্রেন থেকে। দুর্ঘটনা ঘটছে প্রায় সময়। তাঁদের আরও বক্তব্য, জীবন জীবীকার জন্য পেট চালাতে কাজে যেতেই হচ্ছে। স্টাফ স্পেশাল ট্রেনে সবাইকেই উঠতে দিতে হবে, না হলে প্রতিদিনই বিপদ বাড়ছে ট্রেন যাত্রায়।
এদিকে, ট্রেন বন্ধের জেরে অনেক স্বাস্থ্যকর্মী, ব্যাঙ্কের কর্মীকে সময়ে কাজে যেতে পারায় ভোগান্তির মধ্যে পড়তে হয়। অনেকেই ট্রেন ছেড়ে মোটা টাকায় গাড়ি ভাড়া করে গন্তব্যে যেতে হয়। এদিকে, এদিনের অবরোধকে সমর্থন করা হয়েছে এস ইউ সি আই দলের পক্ষ থেকে। এস ইউ সির রাজ্য সম্পাদক চন্ডিদাস ভট্টাচার্য বলেছেন, লকডাউনের শুরুতে স্টাফ স্পেশাল ট্রেন চালানোর সময় দাবি করা হয়েছিল এই ট্রেনে পরিচারিকা সমেত গরীব মানুষদের যাতায়াতের সুযোগ দিতে হবে। কয়েকদিন আগে এক স্বাস্থ্যকর্মী ট্রেনে যাওয়ার সময় আর পি এফ নিগ্রহ করে। প্রতিবাদ করা হলেও কোন ব্যবস্থা নেওয়া হয়নি তার বিরুদ্ধে। অবিলম্বে স্টাফ স্পেশাল ট্রেন বাড়ানো সহ সাধারণ যাত্রীদের ভ্রমনের সুযোগের দাবি করা হচ্ছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct