রাহুল রায়, কাটোয়া: মহান কর্মের সাক্ষী রইল কাটোয়া ১নম্বর ব্লকের গোয়াই প্রেমানন্দ ডিজেসল স্কুলের বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্ররা। প্রতিবন্ধী ছাত্রদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন সান্তনু বাবু ও তার সহকর্মীরা। বিশ্বময় শান্তি ফেরানোর স্বপ্ন তার, কাটোয়ার দু’নম্বর ব্লকে সিঙ্গি গ্রামের যুবক সান্তনু তাই এই করণা মহামারীর আতঙ্কে আজ যখন অধিক সংখ্যক মানুষ নিজের দায়িত্ব জ্ঞান ভুলে গেছেন তাদের মত না থেকে কাটোয়া ১নম্বর ব্লকের গোয়াই প্রেমানন্দ ডিজেবল স্কুলের প্রতিবন্ধী ছাত্রদের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন সান্তনু বাবু। তার উদ্যোগে ওই স্কুলের প্রতিবন্ধী ছাত্রদের হাতে বিস্কুট কেক পাউরুটি চিপস কলা ডিম ইত্যাদি শুকনো খাবার তুলে দেওয়া হয়। তিনি বলেন, সমাজের অবহেলার শিকার হওয়া প্রতিবন্ধী শিশুরা দুর্ভাগ্যবশত জন্ম থেকেই তারা শারীরিক প্রতিবন্ধী এরকম বহু প্রতিবন্ধী শিশু আমাদের দেশে অসহায় জীবন যাপন করছে। কিন্তু একটু যত্ন আর একটু ভালোবাসা পেলে তারাও স্বাবলম্বী হতে পারে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারে সেটা অনেকেই মনে করে না। যদিও জাতীয় শিশু নীতিমালাতেও প্রতিবন্ধী শিশুর অধিকার সুরক্ষার কথা বলা হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct